Advertisement
২৯ নভেম্বর ২০২৪

পশ্চিমকে দুষছে চিন

পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সমানে বাগড়া দিয়ে চলেছে চিন। মুখে দু’-এক বার নয়াদিল্লির স্বপক্ষে কথা বললেও বেজিংয়ের আসল মনোভাব নিয়ে এখনও যথেষ্ট সন্দিহান সাউথ ব্লক। আবার, সম্প্রতি সাউথ চায়না সি-তে আমেরিকা, ভারত ও জাপানের যৌথ নৌবাহিনীর মহড়া নিয়ে যথেষ্ট অস্বস্তিতে চিনও।

নিজস্ব সংবাদদাতা
বেজিং শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ০৩:০৬
Share: Save:

পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সমানে বাগড়া দিয়ে চলেছে চিন। মুখে দু’-এক বার নয়াদিল্লির স্বপক্ষে কথা বললেও বেজিংয়ের আসল মনোভাব নিয়ে এখনও যথেষ্ট সন্দিহান সাউথ ব্লক। আবার, সম্প্রতি সাউথ চায়না সি-তে আমেরিকা, ভারত ও জাপানের যৌথ নৌবাহিনীর মহড়া নিয়ে যথেষ্ট অস্বস্তিতে চিনও।

এই চাপান-উতোরের আবহে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ে সফর চলাকালীনই চিন জানাল, ভারতের সঙ্গে তাদের ‘শীতল’ সম্পর্ক আসলে পশ্চিমী সংবাদমাধ্যমের তৈরি করা। আজ এ দেশের এক সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ‘‘ভারত ও চিন, এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে টানাপড়েন পশ্চিমের সংবাদমাধ্যমের তৈরি করা। পশ্চিমের দেশগুলোর লক্ষ্য, দু’দেশের নামে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ককে তিক্ত করে তোলা।’’ নয়াদিল্লি অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy