সংযুক্ত আরব আমিরশাহিতে আরও ২৫ জন ভারতীয়কে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। তবে তাঁদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। বৃহস্পতিবার সংসদে এমনটাই জানিয়েছে কেন্দ্র। গত মাসেই সংযুক্ত আরব আমিরশাহিতে একই দিন তিন জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। প্রথম প্রকাশ্যে আসে উত্তরপ্রদেশের শাহজ়াদি খানের ফাঁসির কথা। তার পরে মুহাম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরামতত্ত ভেলাপ্পিল নামে কেরলের দুই তরুণেরও মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা জানা যায়। এ বার রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানালেন, আরও ২৫ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে।
কোন দেশের জেলে কত জন ভারতীয় বন্দি রয়েছেন, তা নিয়ে সংসদে জানতে চাওয়া হয় বিদেশ মন্ত্রকের কাছে। তাঁদের মধ্যে কত জনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি রয়েছে এবং তাঁদের প্রাণ বাঁচাতে কী পদক্ষেপ করছে কেন্দ্র, তা-ও জানতে চাওয়া হয়। জবাবে বিদেশ প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশে বর্তমানে মোট ১০,১৫২ জন ভারতীয় জেলবন্দি রয়েছেন। তাঁদের মধ্যে অনেক বিচারাধীন বন্দিও রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য দেওয়ার সময়ে নির্দিষ্ট ভাবে আটটি দেশের কথা জানান কীর্তিবর্ধন। তালিকায় সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় বন্দি রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। এ ছাড়া সৌদি আরবে ১১ জন, মালয়েশিয়াতে ছ’জন, কুয়েতে তিন জন এবং ইন্দোনেশিয়া, কাতার, আমেরিকা ও ইয়েমেনে এক জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি রয়েছে।
আরও পড়ুন:
রাজ্যসভায় মন্ত্রী জানান, বিদেশের জেলে থাকা ভারতীয়-সহ সব প্রবাসীদের সুরক্ষা এবং নিরাপত্তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে কেন্দ্র। ভারতীয় দূতাবাস-সহ অন্য কূটনৈতিক দফতরগুলি বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রবাসী এবং অন্য কয়েদিদের সম্ভাব্য সব রকম সাহায্য করে। তাঁদের আইনি সহায়তাও দেওয়া হয়। উচ্চতর আদালতে আবেদন জানাতে বা প্রাণভিক্ষার আর্জি জানাতেও তাঁদের আইনি সহায়তা দেওয়া হয় বলে সংসদে জানাল কেন্দ্র। গত পাঁচ বছরে (২০২০-২০২৪) কোনও প্রবাসী ভারতীয়ের বিদেশে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন করা হয় বিদেশ মন্ত্রককে। জবাবে মন্ত্রী জানান, কুয়েত এবং সৌদিতে ২০২৪ সালে তিন জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ২০২৩ সালে কুয়েত এবং সৌদিতে পাঁচ জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ ছাড়া ২০২৩ সালে মালয়েশিয়ায় এক জন এবং ২০২৪ সালে জিম্বাবোয়েতে এক জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসন থেকে কোনও তথ্য ভারতকে দেওয়া হয়নি। তবে সে দেশে ভারতীয় দূতাবাসের কাছে থাকা তথ্য অনুসারে, গত পাঁচ বছরে সেখানে কোনও ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।