Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ক্ষোভ সামলাতে সকলের জন্য আয়ের নতুন স্বপ্ন কেন্দ্রের

২০১৯-এর লোকসভা ভোটে ব্রহ্মাস্ত্র তৈরির সলতে পাকানোর কাজটা এ বছরের জানুয়ারির শেষদিন থেকেই শুরু করছে নরেন্দ্র মোদী সরকার। পোশাকি নাম ‘ইউনিভার্সাল বেসিক ইনকাম’ বা সকলের জন্য ন্যূনতম আয়।

সাংবাদিকদের মুখোমুখি। সোমবার নয়াদিল্লিতে প্রেম সিংহের তোলা ছবি।

সাংবাদিকদের মুখোমুখি। সোমবার নয়াদিল্লিতে প্রেম সিংহের তোলা ছবি।

প্রেমাংশু চৌধুরী
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০৩:৫৫
Share: Save:

নোট বাতিল থেকে নজর ঘোরাতে আবার নতুন চমক!

২০১৯-এর লোকসভা ভোটে ব্রহ্মাস্ত্র তৈরির সলতে পাকানোর কাজটা এ বছরের জানুয়ারির শেষদিন থেকেই শুরু করছে নরেন্দ্র মোদী সরকার। পোশাকি নাম ‘ইউনিভার্সাল বেসিক ইনকাম’ বা সকলের জন্য ন্যূনতম আয়। মাস ফুরোলেই সরকারি কোষাগার থেকে অ্যাকাউন্টে কিছু টাকা। সকলের জন্য না হলেও অন্তত গরিব-বেকারদের জন্য তো বটেই। আগামিকাল আর্থিক সমীক্ষায় এই প্রকল্পেরই নকশা পেশ করতে চলেছে অরুণ জেটলির অর্থ মন্ত্রক।

এই বেলুন ফোলানোর আগেই তা চুপসে দিতে আজ মাঠে নেমেছেন স্বয়ং মনমোহন সিংহ ও পি চিদম্বরম। তাঁদের যুক্তি, আগামিকালের আর্থিক সমীক্ষা ও ১ ফেব্রুয়ারির বাজেটে মোদী সরকার রঙিন ছবি তুলে ধরার চেষ্টা করতে পারে। কিন্তু বাস্তবটা তা নয়। এমনিতেই অর্থনীতির শোচনীয় অবস্থা, তার সঙ্গে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো নোট বাতিল থেকে নজর ঘোরাতে মোদী সরকার সকলের জন্য আয়ের স্বপ্ন চালু করলে ভুল করবে।

আগামিকাল সংসদে আর্থিক সমীক্ষা পেশ করবেন অরুণ জেটলি। যাতে অর্থনীতির বর্তমান ছবি তুলে ধরা হবে। ইঙ্গিত থাকবে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও। তার আগে মনমোহন সিংহ আজ মত দিয়েছেন, ‘‘ভারতীয় অর্থনীতি যে ভাল অবস্থায় নেই, সেটা স্পষ্ট। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার পূর্বাভাস করেছে, চলতি অর্থ বছরে বৃদ্ধির হার ৭.৬ শতাংশ হবে না, ৬.৬ শতাংশ হবে। অন্য অনেক সংস্থাও একই পূর্বাভাস দিয়েছে।’’ সরকারি আর্থিক সমীক্ষা পেশের আগেই বর্তমান অর্থনীতির ‘আসল অবস্থা’ তুলে ধরে কংগ্রেস আজ একটি নথি প্রকাশ করেছে। যার বক্তব্য, মোদী জমানায় না আসছে লগ্নি, না হচ্ছে চাকরি।

যে ভিতের উপর দাঁড়িয়ে জেটলি বাজেটের অঙ্ক কষবেন, সেই আর্থিক বৃদ্ধির হিসেব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন পি চিদম্বরম। তাঁর বক্তব্য, চোখ ধাঁধানো বৃদ্ধির হারের পিছনে এত দিন লুকিয়েছিল মোদী সরকার। দাবি করছিল, ভারতের অর্থনীতির বৃদ্ধির হার সারা বিশ্বে সব থেকে বেশি। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রীর মতে, জিডিপি-র হিসেব নিয়েই প্রশ্ন রয়েছে। ভুল বছরকে ভিত ধরে অঙ্ক কষা হচ্ছে, ভুল পরিসংখ্যান ব্যবহার হচ্ছে। আর্থিক বৃদ্ধির এই হিসেবে ভর করে মোদী সরকার যদি ‘সকলের জন্য ন্যূনতম আয়’-এর ঘোষণা করতে চায়, তা হলে তা আরও বোকামি হবে বলেই চিদম্বরমের যুক্তি।

চিদম্বরম যা বলছেন, বহু অর্থনীতিবিদদেরও সেই একই মত। তাঁদের যুক্তি, বৃদ্ধির হিসেব ঠিক ধরে নিলেও এ বছর অর্থনীতির বহর বাড়বে, এখনও তার সঠিক আন্দাজ মিলছে না। এ বছর বাজেট এগিয়ে এসেছে। প্রথম ছয় মাসের পরিসংখ্যানের ভিত্তিতেই বৃদ্ধির পূর্বাভাস কষেছে পরিসংখ্যান মন্ত্রক। তাতে নোট বাতিলের ফলে যে ধাক্কা লেগেছে, সেই ছবি ফুটে ওঠেনি। অথচ এই পরিসংখ্যানের ভিত্তিতেই ঘাটতি থেকে শুরু করে যাবতীয় হিসেব-নিকেশ কষতে হচ্ছে জেটলিকে। বছরের শেষে সেই হিসেব মিলবে কী! চিদম্বরম বলেন, ‘‘গত অর্থ বছরের সংশোধিত হিসেবেও দেখা গিয়েছে, সরকার প্রথমে যে ৩.৯ শতাংশ ঘাটতি দেখিয়েছিল, পরে তা বেড়ে ৪.৫ থেকে ৪.৬ শতাংশ ছুঁয়েছে।’’ তাঁর বক্তব্য, অর্থনীতির যাবতীয় সমস্যা থেকে নজর ঘোরাতে সকলের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা করতে হলে ঘাটতি লাগামছাড়া হবে। এর ফলে সরকারের বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাবে। লগ্নিকারীরা আস্থা হারাবেন।

কংগ্রেসের হিসেব অনুযায়ী, এখন শহর ও গ্রাম মিলিয়ে দারিদ্রসীমা হল দৈনিক ৪০ টাকা মাথা পিছু আয়। অর্থাৎ মাসে ১২০০ টাকা, বছরে প্রায় ১৪ হাজার টাকা। দেশের জনসংখ্যার চার ভাগের এক ভাগ, প্রায় ৩৩ কোটি মানুষকে বছরে ১৪ হাজার টাকা করে দিলে, আরও এক ভাগকে এর অর্ধেক, বছরে ৭ হাজার টাকা করে দিলেও বছরে ৬ লক্ষ ৯৩ হাজার কোটি টাকা ব্যয় হবে। যা সরকারের মোট খরচের ৩৫ শতাংশ। এক কথায়, সরকারের সাধ্যের বাইরে। এর অর্ধেক মানুষের জন্য এই সুবিধা দিতে গেলে খরচ হবে প্রায় ৩ লক্ষ ৪৬ হাজার কোটি টাকা। এই টাকার বন্দোবস্ত করতে হলে ঘাটতি বাড়বে। বাড়বে মূল্যবৃদ্ধির হার। অথবা এ কাজ করতে অন্য খাতে খরচ কমাতে হবে, বাড়াতে হবে করের হার।

অর্থ মন্ত্রক সূত্রের খবর, আর্থিক সমীক্ষায় সকলের জন্য ন্যূনতম আয়ের খুঁটিনাটি দিকগুলি নিয়ে আলোচনার পর বাজেটে এ বিষয়ে সরকারের পরিকল্পনা ঘোষণা করতে পারেন জেটলি। আপাতত পরীক্ষামূলক ভাবে প্রকল্প চালু করে দিয়ে ভোটের আগের বছরে ঢাক পিটিয়ে সারা দেশে প্রকল্প চালু হবে। কংগ্রেস মনে করছে, নোট বাতিলের গাফিলতি ও অর্থনীতির সামগ্রিক ব্যর্থতা থেকে মুখ ঘোরাতেই ন্যূনতম আয়কে হাতিয়ার করতে চাইছে মোদী সরকার।

অন্য বিষয়গুলি:

Manmohan Singh P Chidambaram Universal Basic Income
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE