Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
CBI

দিল্লির সুরাকাণ্ডে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যাকেও জেরা করছে সিবিআই

কবিতার বানজ়ারা হিলসের বাড়ির সামনে সুনসান। সূত্রের খবর, কবিতা কর্মী, সমর্থকদের কাছে আবেদন রেখেছেন, যাতে তাঁর বাড়ির সামনে তাঁরা ভিড় না করেন। তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন।

দিল্লি সুরাকাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে কেসিআর কন্যা কবিতা।

দিল্লি সুরাকাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে কেসিআর কন্যা কবিতা। — ফাইল ছবি।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১১:৩২
Share: Save:

দিল্লি সুরাকাণ্ডে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতি (তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএসের নতুন নাম) নেত্রী কবিতাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। রবিবার সকালে হায়দরাবাদে কবিতার বানজ়ারা হিলসের বাসভবনেই হবে জিজ্ঞাসাবাদ।নেত্রীর বয়ান রেকর্ডও করা হবে।

সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের আগের দিনই হায়দরাবাদ ছেয়ে যায় কবিতার সমর্থনের পোস্টারে। কোনও পোস্টারে লেখা ছিল, ‘লড়াকু নেতার কন্যা কখনও ভয় পায় না’ আবার কোথাও কবিতার সঙ্গে থাকার বার্তা। রবিবারের জিজ্ঞাসাবাদ ঘিরে পারদ চড়ছে নিজ়ামের শহরে। তার অভিঘাত এসে পড়েছে জাতীয় রাজনীতিতেও।

তবে শহরের অভিজাত এলাকা বানজ়ারা হিলসে তার চিহ্নমাত্র নেই। কবিতার বাড়ির সামনে সুনসান, আর পাঁচটা দিনের মতোই। যদিও উত্তাপ রয়েছে গোটা শহরেই। সূত্রের খবর, নিজ়ামাবাদের প্রাক্তন সাংসদ কবিতা তাঁর দলকে অনুরোধ করেছেন, রবিবারের সিবিআই জিজ্ঞাসাবাদের আগে-পরে যেন তাঁর বাড়ির সামনে সমর্থকেরা ভিড় না করেন। জানিয়েছেন, তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে তিনি রাজি।

দিল্লি সুরাকাণ্ড নিয়ে কবিতাকে জেরা করতে চেয়ে সিবিআই ৬ ডিসেম্বর দিন ঠিক করেছিল। কিন্তু কবিতা লিখিত ভাবে সিবিআইকে জানিয়েছিলেন, তিনি ১১ ডিসেম্বর সকাল ১১টায় নিজের বাড়িতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তৈরি। সেই অনুযায়ী, রবিবারই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে স্থির করে সিবিআই। একই অভিযোগ নিয়ে ইডিও কবিতার বিরুদ্ধে তদন্ত করছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দিল্লি সুরাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অমিত অরোরার সঙ্গে কবিতার টেলিফোনে ঘন ঘন কথা হত বলে জানা গিয়েছে। ধৃত অমিত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার ঘনিষ্ঠ বলে তদন্তকারী সংস্থা সূত্রে দাবি।

যদিও সিবিআই এবং ইডির তৎপরতার মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে কেসিআরের দল। সম্প্রতি এ নিয়ে মোদীকে কটাক্ষ করে কবিতা বলেছিলেন, ‘‘একটা বাচ্চা ছেলেও জানে, ভোটমুখী রাজ্যে মোদীর আগে ইডি আসে!’’ প্রসঙ্গত, আগামী বছরই তেলঙ্গানায় বিধানসভা ভোট। এ বার সেখানে ক্ষমতা দখল করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। তার মধ্যেই ক্ষমতাসীন দলের নেতানেত্রীদের কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের ঘটনা নতুন করে রাজনীতির পারদ চড়িয়ে দিচ্ছে।

অন্য বিষয়গুলি:

CBI TRS KCR Delhi liquor policy case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy