ট্র্যাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ চালকের বিরুদ্ধে। ফাইল ছবি।
ট্র্যাফিক পুলিশকে হেনস্থার অভিযোগে এক গাড়ির চালকের বিরুদ্ধে দায়ের হল মামলা। অভিযোগ, সিগন্যালের লাল আলোতেও তিনি গাড়ি থামাননি। পুলিশ তাঁকে বাধা দিতেই বচসা শুরু করেন। পুলিশকর্মীকে হেনস্থার অভিযোগ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ঘটনাটি দিল্লির তুঘলক রোড এলাকার। গত ২৫ মার্চ সেই রাস্তা দিয়ে গাড়ি ছুটিয়ে যাচ্ছিলেন এক যুবক। মার্সিডিজ় গাড়িটি ট্র্যাফিকের লাল আলো সত্ত্বেও থামেনি। আলোর সঙ্কেতকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে যাচ্ছিলেন চালক। ফলে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁর গাড়িটি আটকানো হয়।
Delhi | Case registered against a Mercedes driver for abusing & mishandling a traffic police Head Constable Rakesh when he stopped him after red light. The accused jumped at Tughlaq Road area on March 25. FIR registered under various sections of the IPC at PS Tughlaq Road: Delhi…
— ANI (@ANI) April 1, 2023
অভিযোগ, পুলিশ গাড়ি আটকালে লাফিয়ে গাড়ি থেকে নেমে আসেন যুবক। ট্র্যাফিক পুলিশের হেড কনস্টেবলের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। চালকের নিগ্রহের শিকার হয়েছেন হেড কনস্টেবল রাকেশ। তাঁকে হেনস্থার অভিযোগও উঠেছে মার্সিডিজ় চালকের বিরুদ্ধে।
শনিবার দিল্লি পুলিশের তরফে এই ঘটনায় পদক্ষেপ করার কথা জানানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে তুঘলক রোড থানার পুলিশ। সেই মামলার ভিত্তিতে শীঘ্রই মার্সিডিজ়ের চালককে আটক করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy