বিসর্জনের শোভাযাত্রায় ঝড়ের বেগে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। গাড়ির ধাক্কায় আহত তিনজন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। গাড়ির চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
শনিবার রাতে ভোপালের চাঁদবাড়গ দুর্গা উৎসব কমিটির বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল। শোভাযাত্রা ভোপাল রেল স্টেশনের কাছে স্টেশন বাজার এলাকায় পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে পিছিয়ে আসছে। সেই গাড়ির তলায় চাপা পড়ছেন অনেকে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক পুজো উদ্যোক্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ধূসর রঙের একটি হ্যাচব্যাক গাড়ি আচমকাই পিছন দিকে আসতে শুরু করে। গাড়িটির পিছনোর গতি এতটাই বেশি ছিল যে, কিছু বুঝে ওঠার আগেই অনেকে গাড়ির চাকায় পিষে যান। ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়িতে চালক ছাড়া আরও কয়েকজন সওয়ারি ছিলেন।
#WATCH Two people were injured after a car rammed into people during Durga idol immersion procession in Bhopal's Bajaria police station area yesterday. Police said the car driver will be nabbed.#MadhyaPradesh pic.twitter.com/rEOBSbrkGW
— ANI (@ANI) October 17, 2021
পুলিশ সূত্রে খবর, হুড়োহুড়িতে বছর ১৬-এর রোশন মহাওয়ার পড়ে গিয়েছিলেন গাড়ির তলায়। সেই অবস্থায় প্রবল গতিতে তাঁকে টানতে টানতে বেশ কয়েক মিটার যায় গাড়িটি। গুরুতর আহত অবস্থায় রোশনকে ভোপালের হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ২৬ বছরের চেতন সাহু এবং ২৫ বছরের সুরেন্দ্র সেন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। আহতরা সকলেই ভোপালের চাঁদবাগের বাসিন্দা।
শুক্রবারই ছত্তীসগঢ়ের যশপুর জেলার পাথালগাঁওয়ে একটি গাড়ি দ্রুত বেগে ঢুকে পড়ে এ রকমই একটি বিসর্জনের শোভাযাত্রায়। বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হন বেশ কয়েকজন।