Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Air India

বিজ়নেস ক্লাসের খাবারে ঘুরছে পোকা! ছবি প্রকাশ্যে আসতেই টুইট করে ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া

টুইটারে এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করেছিলেন মহাবীর। তাঁর টুইটকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করার পর টনক নড়ে বিমান সংস্থার। এয়ার ইন্ডিয়ার তরফে পাল্টা টুইট করে ক্ষমা চাওয়া হয়।

Air India\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Business class passenger finds insect in food.

মহাবীর ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করে পরে তা টুইটারে আপলোড করেন। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১২
Share: Save:

খারাপ খাবার পরিবেশন করা নিয়ে আবার বিতর্কের কেন্দ্রে এয়ার ইন্ডিয়া। বিমানে খারাপ খাবার দেওয়ার অভিযোগ উঠল বিমান সংস্থার বিরুদ্ধে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে মুম্বই থেকে চেন্নাই যাচ্ছিলেন মহাবীর জৈন নামে এক যাত্রী। বিজ়নেস ক্লাসে ভ্রমণ করার কারণে তাঁকে বিমানে খাবার পরিবেশন করা হয়। কিন্তু সেই খাবারের প্যাকেট খুলতেই তার ভিতরে একটি জীবন্ত পোকাকে ঘোরাফেরা করতে দেখা যায়। মহাবীর সেই ঘটনার ভিডিয়ো সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে পরে তা টুইটারে আপলোড করেন।

টুইটারে মহাবীর লেখেন, ‘‘এয়ার ইন্ডিয়ার বিজ়নেস ক্লাসে দেওয়া খাবারের মধ্যে পোকা পেলাম। স্বাস্থ্যবিধি মেনে এখানে খাবার দেওয়া হয় বলে মনে হচ্ছে না। আমার ফ্লাইট ছিল এআই৬৭১। সেই বিমানে আমি মুম্বই থেকে চেন্নাই যাচ্ছিলাম। সেখানেই এই অভিজ্ঞতা হয়।’’

টুইটারে এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করেছিলেন মহাবীর। তাঁর টুইটকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করার পর টনক নড়ে বিমান সংস্থার। এয়ার ইন্ডিয়ার তরফে পাল্টা টুইট করে ক্ষমা চাওয়া হয়। এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল হ্যান্ডল থেকে লেখা হয়, ‘‘আমাদের পরিষেবা গ্রহণ করার পর আপনার এ রকম অভিজ্ঞতা হয়েছে বলে আমরা দুঃখিত। আমরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা অনুসরণ করি। আপনার অভিযোগের উপর ভিত্তি করে আমরা যথাযথ পদক্ষেপ করব।’’

অতীতেও একাধিক বার এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে খারাপ খাবার পরিবেশন করার অভিযোগ উঠেছে।

অন্য বিষয়গুলি:

Air India Air India Flight Food insects Spot the insects
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy