ছবি টুইটার।
মধ্যপ্রদেশে নর্মদা নদীতে পড়ে গেল যাত্রিবোঝাই বাস। দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগরা-মুম্বই হাইওয়ে ধরে ইনদওর থেকে পুণে যাচ্ছিল মহারাষ্ট্র সরকারের একটি বাস। রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। পুলিশ সূত্রে খবর, ৫০ থেকে ৬০ জন যাত্রী ওই বাসটিতে ছিলেন।
Shocked and grieved to know of the tragic road accident in MP today with a Pune-bound bus drowned in the Narmada river and several killed. Condolences to relatives, solidarity to all.
— Mamata Banerjee (@MamataOfficial) July 18, 2022
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ব্রেক ফেল করার জেরে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইটারে লিখেছেন, ‘দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল। খারগন, ধার জেলার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’ এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy