Advertisement
০৪ নভেম্বর ২০২৪
BSF

BSF: বচসা চলাকালীন হঠাৎ গুলি চালাল কনস্টেবল, অমৃতসরের মেসে নিহত ৫ বিএসএফ জওয়ান

বিএসএফ জওয়ানদের আবাসস্থলে এলোপাথাড়ি গুলি চলল। রবিবার এই ঘটনা ঘটেছে পঞ্জাবের অমৃতসরে। ঘটনার জেরে ৮-১০ জন জওয়ান জখম হয়েছেন। এক জন জওয়ান নিহত হয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে।

বিএসএফ জওয়ানদের আবাসস্থলে গুলি।

বিএসএফ জওয়ানদের আবাসস্থলে গুলি। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ১২:১৬
Share: Save:

সতীর্থদের সঙ্গে বচসার সময় আচমকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে চার জওয়ানকে হত্যা করলেন এক বিএসএফ কনস্টেবল। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে পঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে। ওই ঘটনায় আহত হয়েছেন কয়েক জন জওয়ান। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এক জন। আক্রমণকারী বিএসএফ কনস্টেবলও নিহত হয়েছেন।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের যে মেস রয়েছে সেখানে রবিবার সকালে সাতেপ্পা এসকে নামে বিএসএফ-এর এক কনস্টেবল আচমকা সতীর্থদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালান। তার জেরেই হতাহত হন কয়েক জন জওয়ান। আহত জওয়ানদের তড়িঘড়ি স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করানো হয়। তবে চার জওয়ানের মৃত্যু হয়েছে। মারা গিয়েছে সাতেপ্পা নামে ওই জওয়ানও। কী কারণে ওই কনস্টেবল গুলি চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার সকালে কোনও বিষয় নিয়ে সতীর্থদের সঙ্গে বচসা চলাকালীন আচমকাই সাতেপ্পা নামে ওই কনস্টেবল তাঁর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে দেন। যদিও কোন পরিস্থিতিতে ওই জওয়ান গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্য বিষয়গুলি:

BSF Firing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE