রুশ যুদ্ধবিমান নামিয়েপাইলটকে বন্দি করল ইউক্রেন। ছবি টুইটার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত। সেই সঙ্গে চলছে দাবি-পাল্টা দাবির লড়াইও। এ বার ইউক্রেন সেনার দাবি, রাশিয়ার দু’দুটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে তারা। তাদের হাতে বন্দি দু’জন রুশ পাইলটও। পাশাপাশি, গুলির মধ্যে যুদ্ধবিমান নামাতে গিয়ে মৃত্যু হয়েছে এক সহকারী পাইলটের। নেটমাধ্যমে সেই ভিডিয়োও প্রকাশ করল ইউক্রেন।
দু’টি ঘটনাই শনিবারে ঘটেছে বলে দাবি ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রকের। ইউক্রেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সরকারি টুইটার হ্যান্ডল থেকে একটি রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামানোর ভিডিয়ো শেয়ার করা হয়েছে। দাবি করা হয়েছে, ভিডিয়োটি উত্তর ইউক্রেনের চেরনিহিভের। সেই যুদ্ধবিমানের পাইলটকে বন্দি করা হয়েছে। পাশাপাশি, মৃত সহকারী পাইলটের নামও জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, তাদের সেনার গুলিতে নিকোলেইভে আরও একটি রুশ যুদ্ধবিমান ভেঙে পড়ে। তারও পাইলটকে বন্দি করেছে তারা।
UPD❗
— Defence of Ukraine (@DefenceU) March 5, 2022
Щойно на околицях Чернігова фахівці ППО збили ще один ворожий штурмовик! pic.twitter.com/D3yiff8uyr
The first video with the captured pilot over #Nikolaev pic.twitter.com/tg2SD57rax
— NEXTA (@nexta_tv) March 5, 2022
প্রসঙ্গত, রবিবার এগারো দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর অন্তত ১০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। তা ছাড়া ২৬৯টি ট্যাঙ্ক, ৪০টি হেলিকপ্টার, ৫০টি এমএলআরএস-সহ রাশিয়ার বহু অস্ত্র ও সরঞ্জাম তারা গুঁড়িয়ে দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy