সিগারেট ধরানোর জন্য দেশলাই না-পেয়ে এক পথচারীকে গুলি করার অভিযোগ ওঠে পুণের এক বাসিন্দার বিরুদ্ধে। সিসি ক্যামেরায় পথচারীর সঙ্গে তাঁকে বচসায় জড়িয়ে পড়তেও দেখা গিয়েছে। প্রায় ১১ মাস জেলে থাকার পরে ওই অভিযুক্তকে জামিন দিয়েছে বম্বে হাই কোর্ট। কী কারণে অভিযুক্তের জামিন মঞ্জুর করা হচ্ছে, তা-ও জানিয়েছেন হাই কোর্টের বিচারপতি এনআর বোরকর।
ঘটনাটি গত বছরের ১৮ এপ্রিলের। ওই দিন ব্রহ্মদেও নিভরুত্তি কাম্বলে নামে এক ব্যক্তির বিরুদ্ধে পুণের এক থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ওই দিন রাস্তা দিয়ে যাওয়ার সময়ে কাম্বলে এবং তাঁর বন্ধু অপর দুই পথচারীকে থামিয়ে তাঁদের থেকে সিগারেট ধরানোর জন্য দেশলাই চান। কিন্তু দেশলাই না-পেয়ে দুই পথচারীর সঙ্গে তাঁদের বচসা বেধে যায় এবং দু’পক্ষই একে অন্যকে মারধর করে। গোলমালের সময়ের একটি ভিডিয়োও সিসি ক্যামেরায় ধরা পড়ে। ওই সময়ে কাম্বলে এক পথচারীকে গুলি করেন বলে অভিযোগ।
ওই মামলায় কাম্বলে এবং তাঁর বন্ধুর বিরুদ্ধে এফআইআর রুজু হয়। যে ব্যক্তি তাঁকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন, তাঁর বিরুদ্ধেও মামলা হয়। বাকিরা নিম্ন আদালতে জামিন পেলেও কাম্বলের জামিনের আর্জি খারিজ হয়ে যায় সেই সময়। গত ১১ মাস ধরে জেলে থাকার পরে অবশেষে হাই কোর্টে জামিন পেলেন গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত।
আরও পড়ুন:
হাই কোর্টে অভিযুক্তের আইনজীবী জানান, মামলাকারীর সঙ্গে অভিযুক্তের কোনও পুরানো শত্রুতা নেই। ওই দিনের বচসার আগে তাঁরা একে অন্যকে চিনতেনও না। সেই কারণে অভিযুক্তকে জামিন দেওয়ার অনুরোধ করেন তিনি। বিচারপতি বোরকর জানান, অভিযুক্ত ১১ মাস ধরে জেলে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অতীতেও অন্য কোনও ফৌজদারি মামলা হয়নি। সেই কারণে অভিযুক্তের জামিনের আর্জি মঞ্জুর করেছেন তিনি।