বেঙ্গালুরুতে গাড়ি থেকে উদ্ধার হল যুবকের দেহ। রবিবার সকালে পুলিশ দেখে, কোড়িগেহাল্লি উড়ালপুলের কাছে রাখা রয়েছে গা়ড়িটি। কাছেই ছিল হাসপাতাল। পুলিশের প্রাথমিক অনুমান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ বছরের যুবকের। তবে তাঁর গায়ে রয়েছে পোড়া দাগ। সেই নিয়েই সন্দেহ তৈরি হয়েছে পুলিশের। ঘটনাস্থল পরীক্ষা করে দেখেছে ফরেন্সিক দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অশ্বিনী কুমার। তিনি মুত্যালানগরের বাসিন্দা। তাঁর পরিবার জানিয়েছে, রবিবার ভোরে বাড়ি থেকে বার হয়েছিলেন তিনি। তার পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। দীর্ঘ ক্ষণ যোগাযোগ করতে না পেরে থানায় খবর দেয় পরিবার। এর পরে পুলিশ তাঁর মোবাইলের টাওয়ারের অবস্থান দেখে তাঁর গাড়ির কাছে পৌঁছয়। অশ্বিনীকে ডেকেও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত গাড়ির জানলা ভেঙে ফেলে পুলিশ।
আরও পড়ুন:
অশ্বিনীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর শরীরে পোড়া দাগ কী ভাবে, তা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে তারা।