ভূপেন্দ্র পটেল এবং নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।
গুজরাতে বিজেপি-র জয়ের ধারা অব্যাহত। মঙ্গলবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় রাজধানী গাঁধীনগর দখল করল নরেন্দ্র মোদীর দল। পুরসভার ৪৪টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪১টিতে। কংগ্রেস ২ এবং আম আদমি পার্টি ১টি আসনে জয় পেয়েছে। একটি আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে।
গত রবিবার গাঁধীনগর পুরসভার ভোটগ্রহণ হয়েছিল। ভোটদানের হার ছিল ৫৬ শতাংশের সামান্য বেশি। বিজেপি এবং কংগ্রেস প্রতিটি আসনেই প্রার্থী দিয়েছিল। প্রথম বার এই পুরসভার ভোটে লড়তে নেমে ৪০ জন প্রার্থী দাঁড় করিয়েছিল অরবিন্দ কেজবালের দল। এ ছাড়া কিছু আসনে ছিলেন এনসিপি এবং নির্দল প্রার্থীরা।
২০১৬ সালে গাঁধীনগর পুরসভার ৩২টি আসনের মধ্যে বিজেপি এবং কংগ্রেস দু’দলই ১৬টি করে জিতেছিল। এ বার ভোটের ফল বলছে বহু আসনেই ভোট কেটে বিজেপি-র জয় নিশ্চিত করেছে আম আদমি পার্টি।
গাঁধীনগরের পাশাপাশি ওখা পুরসভাও জিতেছে বিজেপি। সেখানকার ৩৬টি আসনের মধ্যে পদ্মশিবিরের ঝুলিতে গিয়েছে ৩৪টি। বনসকাঁটা জেলার থারা পুরসভাতেও জিতেছে তারা। তবে দেবভূমি দ্বারকা জেলার ভানওয়াড় পুরসভা বিজেপি-র থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। সেখানকার ২৪টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ১৬টিতে। বিজেপি-র দখলে ৮। প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে ভানওয়াড় বিজেপি-র দখলে ছিল। প্রসঙ্গত, সেপ্টেম্বরে বিজয় রূপাণীর স্থানে ভূপেন্দ্র পটেল মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম কোনও ভোট হল গুজরাতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy