ইদ উদ্যাপনে সিদ্দারাইয়া। ছবি: কর্নাটক বিজেপির টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।
নিজের বিধানসভা কেন্দ্রে বন্যা দুর্গতদের পরিস্থিতি শোচনীয়। এহেন অবস্থায় দলীয় নেতাদের নিয়ে বিরিয়ানি–সহ ইদ উদ্যাপনের ছবি প্রকাশ্যে আসতেই বিজেপির তোপের মুখে পড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
সোমবার সিদ্দারাইয়ার ইদ উদ্যাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, বিশালাকায় টেবিলে বিরিয়ানি-সহ নানা উপাদেয় খাবার দিয়ে ভোজ সারছেন সিদ্দারামাইয়া। এর পরই তাঁকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করে রাজ্য বিজেপি। কর্নাটক বিজেপির তরফ থেকে টুইটারে লেখা হয়, ‘কংগ্রেস পরিষদীয় নেতার বাড়িতে বিরিয়ানি পার্টির জন্য সিদ্দারামাইয়ার সময় রয়েছে। কিন্তু, তাঁর নিজের কেন্দ্র বদামীতে বন্যা দুর্গতদের দেখতে যাওয়ার সময় নেই।’ এর পরে বিজেপির কটাক্ষ, ‘বিরিয়ানি খাওয়া শেষ হলে এ বার একটু উদ্যোগী হয়ে নিজের কেন্দ্রে পরিদর্শনে যান। সেখানে যাঁরা আপনাকে ভোট দিয়েছেন, তাঁদের আর্তি শুনুন।’
কর্নাটকে বন্যার কবলে এখনও পর্যন্ত অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ ১২ জন। দুর্দশায় রয়েছে ১৭টি জেলার প্রায় ২,৭০০টি গ্রাম। এ নিয়ে বিধানসভায় সদ্য ক্ষমতা দখলকারী বিজেপি সরকারের প্রবল সমালোচনা শুরু করেছে কংগ্রেস। রাজ্যে বন্যা পরিস্থিতি সামলাতে বিজেপির সরকার তথা মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা যে ব্যর্থ, তা দাবি করে নিয়মিত টুইটও করছে তারা।
আরও পড়ুন: ‘আপনি শেষ!’ আঙুল উঁচিয়ে পুলিশ ইনস্পেক্টরকে বললেন জেলাশাসক
আরও পড়ুন: মতপার্থক্য যেন সঙ্ঘাতে পরিণত না হয়, চিনে গিয়ে বার্তা জয়শঙ্করের
Twitter preacher @siddaramaiah has time to attend Biryani party at Congress MLC’s house
— BJP Karnataka (@BJP4Karnataka) August 12, 2019
But
He doesn’t have time to visit flood effected Badami constituency
If eating Biryani is over make some effort to visit your constituency & listen to plead of people who voted u pic.twitter.com/QY4pu4gMlA
এ দিন বিজেপির টুইট যে সেই সব টুইটের পাল্টা আক্রমণ, তা মনে করছেন অনেকে। কারণ, সিদ্দারামাইয়া আগেই টুইট করে জানিয়েছিলেন, সম্প্রতি ছানি অপারেশন হওয়ায় চিকিৎসকেরা তাঁকে সফর করতে নিষেধ করেছেন। সে কারণেই বদামী কেন্দ্রে গিয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যেতে পারছেন না। তাঁর পরিবর্তে ছেলে যতীন্দ্র যে বন্যা কবলিত এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন, তা-ও উল্লেখ করেছিলেন সিদ্দারামাইয়া।
Doctors have advised travel restrictions as I had undergone cataract surgery few days back because of which I could not go to Badami to assess flood situation.
— Siddaramaiah (@siddaramaiah) August 9, 2019
My son, Yathindra, is visiting the flood affected areas in Badami to ensure if adequate first-aid measures are taken. pic.twitter.com/tOjeOxzAtE
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy