Advertisement
০৫ নভেম্বর ২০২৪

গো-হত্যায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন বিজেপি সাংসদ

দাদরি-কাণ্ডের জেরে একেই অস্বস্তিতে মোদী সরকার। এ বার কেন্দ্রীয় সরকারকে আরও অস্বস্তিতে ফেলল বিতর্কিত বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের মন্তব্য। গো-হত্যার শাস্তি হিসাবে প্রাণদণ্ড দেওয়া উচিত মতপ্রকাশ করেন তিনি। গত শনিবার এমন কড়া আইন প্রণয়নের সপক্ষে জোরালো সওয়াল করেছেন ওই সাংসদ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৫ ১২:৫৩
Share: Save:

দাদরি-কাণ্ডের জেরে একেই অস্বস্তিতে মোদী সরকার। এ বার কেন্দ্রীয় সরকারকে আরও অস্বস্তিতে ফেলল বিতর্কিত বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের মন্তব্য। গো-হত্যার শাস্তি হিসাবে প্রাণদণ্ড দেওয়া উচিত মতপ্রকাশ করেন তিনি। গত শনিবার এমন কড়া আইন প্রণয়নের সপক্ষে জোরালো সওয়াল করেছেন ওই সাংসদ।

শুধু তা-ই নয়, গো-মাংস খাওয়ার গুজবে জম্মু-কাশ্মীর বিধায়ক শেখ আব্দুল রশিদকে নিগ্রহকেও সঠিক বলে মন্তব্য করেন তিনি। শ্রীনগরে রশিদের সেই পার্টি আসলে “বিফ-পার্টি” ছিল বলে অভিযোগ। বিধানসভায় সম্প্রতি ওই বিধায়ককে নিগ্রহ করা হয়। উত্তরপ্রদেশের উন্নাওয়ের সাংসদ সাক্ষী মহারাজ বলেন, “ নেতাদের উচিত, নিজেদের মতাদর্শ বদলানো। না হলে জনতাই সর্বসমক্ষে নেতাদের পিটিয়ে মারবে।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE