গুজরাতে বিজেপি প্রার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল। — টুইটার থেকে নেওয়া।
গুজরাতের বিধানসভা ভোটেও ঝরল রক্ত। মার খেলেন বিজেপি প্রার্থী। ফাটল মাথা। মারধরে অভিযুক্ত কংগ্রেস। জানা গিয়েছে, ভনসদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ পটেল যখন কেন্দ্রে ঘুরছিলেন, তখন তাঁর উপর হামলা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।
বুধবার রাতে পীযূষ ভনসদা কেন্দ্রের অন্তর্গত ঝারি গ্রামে গিয়েছিলেন। তখন তাঁর গাড়ি ঘিরে ধরে আক্রমণ চলে। তাঁর মাথা ফেটে যায়। চুরমার করে দেওয়া হয় তাঁর গাড়ি। পীযূষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিজেপির অভিযোগ, ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অনন্ত পটেলের আশ্রিত দুষ্কৃতীরাই পীযূষের উপর হামলা চালিয়েছে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে ভনসদা থানায়। অভিযোগ দায়ের করতে গিয়ে পীযূষের সমর্থকরা কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
গুজরাতের ১৮২টি বিধানসভা আসনের মধ্যে অন্যতম ভনসদা। তফসিলি উপজাতি অধ্যুষিত নাভসারি জেলার এই কেন্দ্রে কংগ্রেস ও বিজেপির মুখোমুখি লড়াই। গুজরাতে চলছে প্রথম দফার ভোট। কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের ১৯ জেলার ৮৯ আসনে চলছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফার ভোট হবে ৫ ডিসেম্বর। ভোটগণনা ৮ ডিসেম্বর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy