শনিবারই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব। তাঁর ইস্তফা নিয়ে দলের ভিতরে-বাইরে বিস্তর চর্চাও চলছে। কিন্তু সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব স্বামীর এই হঠাৎ ইস্তফায় মোটেই হতাশ নন। তাঁর আশা ঈশ্বরের ‘অলৌকিক’ ছোঁয়ায় ফের সুদিন ফিরবে বিপ্লবের। তাঁর ইস্তফার পর দিনই এক টুইট বার্তায় তেমনই আশা প্রকাশ করেছেন নীতি।
টুইটটি ইংরাজিতে। তাতে নীতি লিখেছেন, ‘কখনো আশা হারাবেন না। যখন আপনি মনে করেন সব শেষ, ঈশ্বর আপনাকে একটি মীরাক্কেল পাঠান। মা ত্রিপুরাসুন্দরীজি সবার মঙ্গল করুন।’
ইংরাজি শব্দ মিরাকলের (miracle) অর্থ হল অলৌকিক। কিন্তু তিনি তা না লিখে যে বানান লিখেছেন তার উচ্চারণ হয় ‘মীরাক্কেল (mirakkel)’। এটি সঞ্চালক মীরের সঞ্চালনায় একটি জনপ্রিয় অনুষ্ঠানের নামের বানান।
তবে বানান যাই হোক না কেন মোদ্দা বিষয়টি পরিষ্কার, দিল্লির নির্দেশে তাঁকে সরতে হলেও ‘ত্রিপুরাসুন্দরীজি’-র ভরসায় ফের বিপ্লবের প্রত্যাবর্তন দেখছেন নীতি। টুইটের সঙ্গে দু’জনের দেবীদর্শনের ছবিও দিয়েছেন তিনি।
Never lose hope.
— Niti Deb (@nitideb) May 15, 2022
Just when you think it's over,God sends you a mirakkel. May Maa Tripurasundari ji Bless everyone 🙏🙏 pic.twitter.com/skqrfVrz13