Advertisement
০৫ নভেম্বর ২০২৪

মানব-ঢাল পদ্ধতি নয়

এ দিন রাওয়ত বলেন, ভারতীয় সেনা মানবাধিকার নিয়ে যথেষ্ট সংবেদনশীল। কোনও ভাবেই যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয়, সে দিকে নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে তাঁর অভিযোগ, জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাই তাঁরা হাতে অস্ত্র তুলে নিচ্ছেন।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ১৮ জুন ২০১৭ ০৩:১৬
Share: Save:

মানব-ঢাল কখনওই সেনাবাহিনীর নির্দিষ্ট পদ্ধতির (এসওপি) অঙ্গ হতে পারে না বলে জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়ত। শনিবার তেলঙ্গানার দুন্দিগালের বায়ুসেনা ঘাঁটির একটি অনু্ষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। সম্প্রতি শ্রীনগরে বিক্ষোভকারীদের পাথর ছোড়া আটকাতে ফারুক আহমেদ দার নামে এক স্থানীয় যুবককে জিপে বেঁধে ঘোরান মেজর লিতুল গগৈ। ছড়িয়ে পড়ে বিতর্ক। এ দিন রাওয়ত বলেন, ভারতীয় সেনা মানবাধিকার নিয়ে যথেষ্ট সংবেদনশীল। কোনও ভাবেই যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয়, সে দিকে নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে তাঁর অভিযোগ, জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাই তাঁরা হাতে অস্ত্র তুলে নিচ্ছেন। রাওয়ত বলেন, ‘‘তবে আমি আশাবাদী, দ্রুত তাঁরা নিজেদের ভুল বুঝতে পারবেন এবং হিংসা থামাবেন।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE