ছবি সৌজন্য টুইটার।
নীলগিরি পাহাড়ের কোলে সর্পিল রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বাইকআরোহী। তাঁর হেলমেটে লাগানো অ্যাকশন ক্যামেরায় রাস্তার আশপাশের দৃশ্যগুলো ধরা পড়ছিল। বাঁকের পর বাঁক ঘুরে তিনি বাইক নিয়ে নির্বিঘ্নে এগোচ্ছিলেন। হঠাৎই একটা বাঁক ঘুরতেই তাঁর বাইকের গতি কমাতে দেখা যায়। তাঁর হেলমেটে লাগানো ক্যামেরাটা একটু ঘোরাতেই দেখা গেল দুই শাবক নিয়ে রাস্তার ধারে বসে আছে একটি পূর্ণবয়স্ক কালো ভালুক।
এ পর্যন্ত সব ঠিক ছিল। বাইক আরোহী এগনোর সাহস দেখাননি। ফুট দশেক দূর থেকেই ভালুকগুলোর উপর নজর রাখছিলেন। ভালুকগুলো সরে গেলেই তিনি ফের রওনা দেবেন। পূর্ণবয়স্ক ভালুকটাও তত ক্ষণে মানুষের উপস্থিতি টের পেয়ে গিয়েছিল। এর পরে যা ঘটল তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি ওই বাইকআরোহী। পূর্ণবয়স্ক ভালুকটাও তাঁর দিকে নজর রাখছিল। হঠাৎই সেটি বাইকআরোহীকে আক্রমণ করার জন্য দ্রুত গতিতে ছুটে আসে তাঁর দিকে। সব কিছুই বাইকআরোহীর অ্যাকশন ক্যামেরায় ধরা পড়ছিল। কিন্তু ভালুকটা তাঁর দিকে ছুটে আসা পর্যন্তই ক্যামেরায় ধরা পড়ে। বাইকআরোহী কি হামলা থেকে বেঁচেছে সেটা জানা যায়নি।
Somewhere in the Nilgiris... Wait till the end of the clip if you want to feel an adrenaline rush...To the @jawamotorcycles team: We need to introduce a ‘Bear Charge’ warning on our bikes... pic.twitter.com/Zy24TuBroF
— anand mahindra (@anandmahindra) June 24, 2021
ভিডিয়োটি শেয়ার করেছেন শিল্পপতি আনন্দ মহীন্দ্রা। তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এক নেটাগরিক জানিয়েছেন, এগুলো শ্লথ ভালুক। দৃষ্টিশক্তি কম হলেও এদের ঘ্রাণশক্তি তীব্র। এবং সহজেই আক্রমণাত্মক হয়ে ওঠে। নীলগিরির পাহাড়ি রাস্তায় হামেশাই তাদের দেখা যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy