থুতু চাটতে বাধ্য করা হচ্ছে দলিত ব্যক্তিকে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
পঞ্চায়েত প্রধানের পদে দাঁড়িয়ে হেরে গিয়েছেন। তার পর মনে হয়েছে তাঁর হারের জন্য দায়ী দলিতরা। তাই দুই দলিত ব্যক্তিকে নিজের হারের জন্য দুষে মারছেন তিনি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদে। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ব্যক্তিকে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম বলবন্ত সিংহ।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বলবন্ত নিজের হারের জন্য দুষছেন দুই দলিত ব্যক্তিকে এবং তাঁদের মারছেন। ভিডিয়োয় বলবন্তকে বলতে শোনা যাচ্ছে, তিনি টাকা দেওয়া সত্ত্বেও ওই দুই দলিত ভোট দেননি তাঁকে। শাস্তি হিসাবে কান ধরে উঠবস করানোর পাশাপাশি থুতু চাটতেও বাধ্য করছেন অভিযুক্ত বলবন্ত। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাটিতে থুতু ফেললেন বলবন্ত। তার পর দলিতদের ঘাড় ধরে তা চাটতে বাধ্য করছেন তিনি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
In Aurangabad (Bihar) 2 dalit people forced to lick spit and beaten by Balwant Singh because they didn’t vote for him in Panchayat election. Even after 75 years of independence, this ucs still consider Dalits as their slaves. This freedom is false. #DalitLivesMatter pic.twitter.com/0GBZ3zJ4kv
— Susheel shinde (@Shinde_Voice) December 13, 2021
ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। সে জেলার পুলিশ সুপার কান্তেশ কুমার মিশ্র ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তকেও গ্রেফতারও করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy