স্বাতী মালিওয়াল। —ফাইল চিত্র
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে আগেই নিগ্রহ এবং হেনস্থা করার অভিযোগ তুলেছিলেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। গত বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে তিনি এফআইআর দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ওই এফআইআরে স্বাতী কেজরীর ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধে চড় মারা, এমনকি পেটে লাথি মারার অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার দুপুরে স্বাতীর বাড়িতে গিয়ে তাঁর বয়ান নথিবদ্ধ করে পুলিশ। এফআইআরে নাম রয়েছে বৈভবের। কেজরীওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৬, ৫০৯ এবং ৩২৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। বৈভবের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক জন নারীর সম্মান এবং সম্ভ্রম নষ্ট করতে অপরাধমূলক কাজ করেছেন।
গত সোমবার আপের রাজ্যসভা সাংসদ তথা দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন। সেই সময়ে তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় বলে পুলিশকে ফোন করে অভিযোগ করেন তিনি। অভিযোগের আঙুল ওঠে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৈভব কুমারের দিকে। ঘটনার দিন আপ নেতৃত্ব মুখে কুলুপ আঁটলেও, ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পরে, গতকাল ওই নিগ্রহের ঘটনা স্বীকার করে বিবৃতি দেন দলের নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ। পরে তিনি এবং দিল্লির মহিলা কমিশনের সদস্য বন্দনা স্বাতীর সঙ্গে দেখা করেন।
কেজরীওয়ালকে এই ‘নিগ্রহকাণ্ড’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব এড়িয়ে যান। তার পরেই আপ প্রধানের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তবে পুলিশের কাছে বয়ান নথিবদ্ধ করার পরেই স্বাতী এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করেন। সেখানে তিনি বিজেপির কাছে বিষয়টি নিয়ে ‘রাজনীতি না করার’ আর্জি জানান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy