কন্যা সন্তানের জন্ম দিলে যেখানে আজও অনেক পরিবারে মাকে গঞ্জনা শুনতে হয় সেখানে দাঁড়িয়েই নজির গড়ছেন এই ফুচকা বিক্রেতা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১০:৩১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
পুঁথিগত বিদ্যা খুব বেশি নেই। কিন্তু এক জন উচ্চ শিক্ষিতকেও ছাপিয়ে যেতে পারেন নিজের উচ্চ চিন্তাধারা দিয়ে। ভোপালের এই ফুচকা বিক্রেতার কাণ্ড দেখে তেমনই মালুম হবে।
০২১১
কন্যা সন্তানের জন্ম দিলে যেখানে আজও অনেক পরিবারে গঞ্জনা শুনতে হয় মাকে, অনেক ক্ষেত্রে স্বামীরাও নিজের কন্যা সন্তানকে মেনে নিতে না পেরে স্ত্রীকে দোষারোপ করে থাকেন, শিশুকন্যা হত্যাও যেখানে প্রায়ই ঘটে, সেই দেশে দাঁড়িয়েই নজির গড়ছেন এই ফুচকা বিক্রেতা।
তিনি অঞ্চল গুপ্ত। ভোপালের কোলার এলাকায় ফুচকা বিক্রি করেন। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন তিনি। যদিও পুঁথিগত বিদ্যা দিয়ে তাঁর মানসিকতা যাচাই করা যায় না।
০৫১১
চলতি বছরের ১৭ অগস্ট তাঁর কন্যা সন্তানের জন্ম হয়। এটি অঞ্চলের দ্বিতীয় সন্তান। বছর দু’য়েক আগে তাঁর স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। সে বারেও কন্যা সন্তান চেয়েছিলেন অঞ্চল। দ্বিতীয় সন্তান কন্যা হওয়ায় যেন স্বপ্নপূরণ হয় তাঁর।
০৬১১
বাঁধভাঙা খুশিতে প্রথম সন্তানের জন্মদিনের দিনই কন্যা সন্তানের জন্মের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেন তিনি। তার জন্য আগে থেকেই তাঁর দোকানে আসা সমস্ত ক্রেতাকে বিনামূল্যে ফুচকা খাওয়ানোর দিনক্ষণ জানাতে শুরু করেছিলেন।
০৭১১
ওই বিশেষ দিন বিনামূল্যে ফুচকা খাওয়ানোর কথা ঘোষণা করে একটি বোর্ডও ঝুলিয়ে দিয়েছিলেন তিনি। কথা মতো সম্প্রতি বিনামূল্যে ফুচকা খাইয়ে কন্যা সন্তানের জন্ম উদ্যাপন করলেন।
০৮১১
বিনামূল্যে ফুচকা খাওয়ার খবর ঝড়ের গতিতে সারা ভোপালে ছড়িয়ে পড়ে। ওই দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর দোকানের সামনে ফুচকাপ্রেমীদের লাইন পড়ে গিয়েছিল।
০৯১১
রাস্তার পাশে যেখানে ফুচকার ঠেলাগাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি, তার পাশেই বসে খাওয়ার ব্যবস্থা করেছিলেন অঞ্চল।
১০১১
কয়েকটি টেবিল পেতে দিয়েছিলেন। প্রতি টেবিলে এক ঝুড়ি করে ফুচকা এবং তেঁতুল জল ও অন্যান্য সামগ্রী রেখে দিয়েছিলেন। সকলকে পরিবেশন করা তাঁর একার পক্ষে সম্ভব ছিল না। তাই যাতে প্রয়োজন মতো ফুচকা টেবিল থেকেই নিয়ে খেয়ে নিতে পারেন অতিথিরা, সে দিকে বিশেষ নজর ছিল তাঁর।
১১১১
অঞ্চলের দুই ভাই ইঞ্জিনিয়ার। স্ত্রীও স্নাতক। স্ত্রীকেও আত্মনির্ভর হতে শেখাচ্ছেন অঞ্চল। সেলাই মেশিন কিনে দিয়ে স্ত্রীকে স্বনির্ভর করে তুলতে চান তিনি।