দোকানের সেই নোটিস। ছবি সৌজন্য টুইটার।
দোকানে ঢুকে কেক রাখা কাচের শোকেসের দিকে চোখ যেতেই নোটিসটি চোখে পড়েছিল ক্রেতার। সেই নোটিস দেখার পর দোকানদারের প্রতি যেন তাঁর শ্রদ্ধা জেগেছিল— এমনও মানুষ হয়!
সাদা কাগজে হিন্দি হরফে নোটিসে লেখা ছিল— ‘ফ্রি ফ্রি ফ্রি। যাঁদের মা-বাবা নেই, এমন ০-১৪ বছর বয়সিদের জন্য এই কেক ফ্রি।’ এমন একটা সুন্দর প্রস্তাব দেওয়া নোটিসের ছবি ক্যামেরাবন্দি করতে ভোলেননি গ্রাহক। তার পর সেটি নেটমাধ্যমে পোস্ট হতেই ভাইরাল হয়।
Love and Respect for the Shop Owner.❤️ pic.twitter.com/aNcSfttPrV
— Awanish Sharan (@AwanishSharan) August 12, 2022
সদাব্যস্ত এই দুনিয়ায় এখনও এমন অনেক মানুষ আছেন যাঁরা অনাথদের নিয়ে, পথশিশুদের উন্নতির জন্য, তাদের শিক্ষার জন্য, দু’মুঠো অন্ন জোগানোর ব্যবস্থা করে চলেছেন নিরন্তর। সেই ব্যস্ত দুনিয়ার এক কোণ থেকে উঠে আসা এমন এক প্রস্তাব নেটাগরিকদের মন ছুঁয়েছে।
জানা গিয়েছে দোকানটি উত্তরপ্রদেশের দেওরিয়ার। টুইটে সেই ছবি শেয়ার করেছেন আইএএস অবনীশ শরণ। তিনি ছবিটি পোস্ট করার পর ক্যাপশনে লিখেছেন, ‘দোকান মালিকের জন্য আমার ভালবাসা এবং শ্রদ্ধা।’
দোকান মালিকের উদ্দেশে এক টুইটার গ্রাহক লিখেছেন, ‘কোটি কোটি মানুষের অনুপ্রেরণা আপনি। আপনার প্রতি অগাধ ভালবাসা আর শ্রদ্ধা রইল।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy