Advertisement
২২ নভেম্বর ২০২৪
Ram Mandir

মন্দিরের গর্ভগৃহে ১৪ জানুয়ারি রামলালার স্থাপন, মোদীকে আমন্ত্রণ জানাচ্ছে অযোধ্যা ট্রাস্ট

২০১৯ সালের ৯ নভেম্বর শীর্ষ আদালত অযোধ্যায় রামমন্দিরের গড়ার আবেদনে সায় দিয়ে ঐতিহাসিক রায়ে কেন্দ্রকে ৩ মাসের মধ্যে ট্রাস্ট গড়ে মন্দির নির্মাণের পরিচালন ভার তুলে দিতে বলেছিল।

Ayodhya Ram Mandir consecration ceremony from 14 January 2023, PM Narendra Modi to be invited

অযোধ্যার রামমন্দিরে রামলালার মূর্তি স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
অযোধ্যা শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৯:০৯
Share: Save:

আগামী ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিনে অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন করা হবে। সেই অনুষ্ঠানে হাজির থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে রামমন্দির নির্মাণ ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, ‘‘১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই পবিত্র অনুষ্ঠান ১০ দিন ধরে চলবে।’’ চার তলা ওই মন্দিরের নির্মাণের অধিকাংশ কাজ অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে বলেও জানান তিনি।

আগামী বছরের লোকসভা ভোটের আগেই ভক্তদের জন্য অযোধ্যার রামমন্দির খুলে দিতে চায় মোদী সরকারের গড়া রামমন্দির ট্রাস্ট। গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা সফরে গিয়ে বলেছিলেন, ‘‘রামমন্দির নির্মাণের কাজ ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে।’’ উত্তরপ্রদেশের মন্দিরনগরীতে সেই লক্ষ্যপূরণের জন্য এখন জোরকদমে চলছে কাজ। চলতি মাসেই নৃপেন্দ্র রামমন্দিরের নির্মাণ পরিস্থিতি পর্যবেক্ষণের পরে জানান, একতলার কাজ শেষ হয়েছে।

২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সম্প্রতি মোদী সরকারের ন’বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে নির্মীয়মাণ রামমন্দিরের ছবি দেখিয়ে জানানো হয়েছিল, আগামী বছরই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। রামমন্দির ট্রাস্ট সূত্রের খবর, মন্দিরের দেওয়ালে বসানো হবে রাজস্থানের গোলাপি রঙের বেলেপাথর। কর্নাটক থেকে এসেছে গ্রানাইট। উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে এসেছে বেলেপাথর। মন্দিরের গর্ভগৃহের কাজের জন্য রাজস্থান থেকে এসেছে সাদা মার্বেল পাথর। গর্ভগৃহের কোথাও ইট বা ইস্পাত ব্যবহার করা হচ্ছে না।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ নভেম্বর শীর্ষ আদালত অযোধ্যায় রামমন্দিরের গড়ার আবেদনে সায় দিয়ে ঐতিহাসিক রায়ে কেন্দ্রকে তিন মাসের মধ্যে ট্রাস্ট গড়ে মন্দির নির্মাণের পরিচালন ভার তুলে দিতে বলেছিল। সেই মেয়াদ শেষের মাত্র তিন দিন আগে, ২০২০-র ৬ ফেব্রুয়ারি ট্রাস্ট গড়েছিল মোদী সরকার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy