ভারতকে ভালবেসে এ দেশেই সমাধিস্থ হতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার এক নাগরিক। সেই ইচ্ছাই পূরণ হল ৯১ বছরের বৃদ্ধের। এ দেশে দ্বাদশতম বার বেড়াতে এসে মৃত্যু হয়েছে তাঁরা। শেষ ইচ্ছা মেনে বিহারের মুঙ্গেরে সমাধিস্থ করা হল ডোনাল্ড স্যামস নামে ওই বৃদ্ধকে।
ভারত ডোনাল্ডকে বরাবরই টানে। সেই টানেই এর আগে ১১ বার এ দেশে এসেছিলেন তিনি। দ্বাদশতম বার এসেছিলেন অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে। সেই দলে ছিলেন মোটি ৪৩ জন সদস্য। সুলতানগঞ্জ থেকে গঙ্গা নদীপথে ছোট জাহাজে চেপে পটনায় যাচ্ছিল ওই দলটি। পথে অসুস্থ হয়ে পড়েন ডোনাল্ড। তাঁকে মুঙ্গেরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জেলা প্রশাসনের তরফে বিদেশ মন্ত্রককে খবর দেওয়া হয়। এর পর অস্ট্রেলিয়ার দূতাবাস এবং ডোনাল্ডের স্ত্রী অ্যালিস স্যামসের অনুমতিতে তাঁকে মুঙ্গের কবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডোনাল্ডের দেহের ময়নাতদন্ত করা হয়নি। জেলা প্রশাসনের উদ্যোগে তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়। যাজকের উপস্থিতিতে মুঙ্গেরে চূড়াম্বায় খ্রিস্টানদের কবরস্থানে তাঁর শেষকৃত্য হয়। মুঙ্গেরে জেলাশাসক অবিনাশকুমার সিংহ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার দূতাবাসের অনুমতিতেই শেষকৃত্যের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ডোনাল্ড অস্ট্রেলিয়ার হাই কমিশনে চাকরি করতেন। তাঁর স্ত্রী অ্যালিস জানিয়েছেন, ডোনাল্ডের বাবা ব্রিটিশ শাসনের সময়ে অসমে সরকারি আধিকারিক হিসাবে নিযুক্ত ছিলেন। তাই যত বার ভারতে এসেছিলেন তিনি, তত বার অসমে ঘুরে গিয়েছেন। নিজের উইলে এ দেশে সমাধিস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোনাল্ড। সেই ইচ্ছাই পূরণ হল।