গুলিবিদ্ধ ব্যক্তিকে লাথি, ঘুসি মেরেই চলেছেন ছবিগ্রাহক
রণক্ষেত্র অসম। বেআইনি দখলদারি উচ্ছেদ করতে নেমে অসমের দরং জেলার সিপাঝারে ‘অনুপ্রবেশকারী’দের সঙ্গে সংঘর্ষে জড়াল অসম পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নেমে পাল্টা গুলি চালিয়েছে পুলিশ বাহিনীও। সূত্রের খবর, ঘটনায় অন্তত দু’জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েক জন পুলিশ কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সে রাজ্যের ঢোলপুর ৩ নম্বর এলাকায় ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’দের উচ্ছেদ করতে অভিযান চালায় অসমের পুলিশ বাহিনী। সেই সময়ে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায় স্থানীয়দের একাংশ। পাল্টা কাঁদানে গ্যাস আর রাবার বুলেট ছোড়ে পুলিশও। সংঘর্ষের ঘটনার একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকা এক ব্যক্তির উপর ছুটে এসে লাফাচ্ছেন এক ছবিগ্রাহক। পাশে দাঁড়ানো পুলিশেরাও ওই গুলিবিদ্ধ ব্যক্তির উপর লাঠি চালাচ্ছে। কয়েক জন পুলিশ ওই ছবিগ্রাহককে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও গুলিবিদ্ধ ব্যক্তিকে লাথি, ঘুসি মেরেই চলেছেন তিনি।
How they're killing Muslim of Assam, example here, Video from Darrang Dholpur pic.twitter.com/42z049VVZh
— Shajahan Ali Ahmed (@ShajahanAikhari) September 23, 2021
প্রকাশ্যে আসা আরও বেশ কয়েকটি ভিডিয়োতে দেখা গিয়েছে, আহত পুলিশ কর্মীদের ধরে নিয়ে যাচ্ছেন সহকর্মীরা। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে শূন্যে গুলি চালিয়েছিল পুলিশ। উল্টো দিক থেকে পাল্টা পাথর ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy