ছবি: সংগৃহীত। এখনও এক জনের মৃত্যুর খবর মিলেছে।
মাঝরাতে ভেঙে পড়ল চার তলা বাড়ি। ভাঙা বাড়ির স্তূপে আটকে পড়েন ১০ জনের বেশি মানুষ। মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত, চাপা পড়ে মৃত্যু এক জনের। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কুরলার নায়েক নগর সোসাইটিতে। মঙ্গলবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ চলছে। এখনও বেশ কয়েক জনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে দমকল বাহিনী সূত্রে খবর।
Kurla, Mumbai | A 4-storey building collapses in Naik Nagar. Fire brigade team, police at the spot as rescue operation continues
— ANI (@ANI) June 27, 2022
As per BMC, 7 people rescued from under debris are in stable condition; 20 to 25 likely to be trapped under the debris. Rescue operation on pic.twitter.com/M9stC1eFh6
সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে নায়েক নগর এলাকার একটি চার তলা বাড়ি ভেঙে পড়ে। ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় প্রশাসনকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে আট জনকে ওই ভাঙা বাড়ির তলা থেকে উদ্ধার করা হয়। পরে আরও দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত আরও কত জন ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন, তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পুরসভার একটি সূত্র জানাচ্ছে, ২৫ জনেরও বেশি মানুষ আটকে রয়েছেন। উদ্ধার কাজে হাত লাগিয়েছে দমকল বাহিনী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy