Advertisement
০৩ নভেম্বর ২০২৪
COVID-19

উদ্বেগ বাড়াচ্ছে কোভিড সংক্রমণ, মোকাবিলায় রাজ্যগুলিকে ৫ দফা পরিকল্পনা জানাল কেন্দ্র

কয়েকটি রাজ্যে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এই অবস্থায় ১২ রাজ্যের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

ভারতে বাড়ছে কোভিড সংক্রমণ।

ভারতে বাড়ছে কোভিড সংক্রমণ। প্রতীকী চিত্র

সংবাদসংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ২৩:৫৬
Share: Save:

ভারতে ফের অতিমারির আকার নিচ্ছে কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬২ হাজারের বেশি। গত ৫ মাসে এই দৈনিক সংক্রমণ সর্বাধিক। কয়েকটি রাজ্যে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এই অবস্থায় ১২ রাজ্যের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। সংক্রমণ মোকাবিলায় রাজ্যগুলিকে ৫ দফা পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

শনিবার মহারাষ্ট্র, হরিয়ানা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরল, কর্নাটক, পঞ্জাব, দিল্লি-সহ ১২ রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। সেখানে তিনি বলেন, সংক্রমণ রুখতে ৫ দফা পরিকল্পনা নিতে হবে। সেগুলি হল-

১) নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো।

২) আক্রান্তদের আইসোলেশনে রাখা ও আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণ।

৩) স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়ানো (গত বছর করোনার বিরুদ্ধে লড়াই করে তাঁরা ক্লান্ত হয়ে যেতে পারেন)।

৪) জনগণ যাতে কোভিড নিয়ম বিধি মেনে চলে সে দিকে খেয়াল রাখা।

৫) টিকাকরণের লক্ষ্য পূরণ করা।

বৈঠকে উপস্থিত রাজ্যগুলির প্রতিনিধিদের রাজেশ জানান, এই ১২টি রাজ্যের মধ্যে থেকে ৪৬টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলিতে ভারতের নতুন কোভিড আক্রান্তদের ৭১ শতাংশ ও নতুন মৃত্যুর ৬৯ শতাংশ হয়েছে। এই ৪৬টি জেলার মধ্যে ৩৬টি জেলাই মহারাষ্ট্রে। তার মধ্যে ২৫টি জেলায় আবার গত সপ্তাহে দেশের মোট আক্রান্তের ৫৯.৮০ শতাংশ রয়েছেন। তাই এই জেলাগুলিতে বেশি নজর দিতে বলা হয়েছে।

নতুন করে আক্রান্ত বৃদ্ধির মধ্যেই পশ্চিমবঙ্গ ও অসমে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। সামনেই তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতেও নির্বাচন। তাই এই অবস্থায় সংক্রমণ রুখতে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।

অন্য বিষয়গুলি:

COVID-19 Second Wave
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE