ঋণে অনিয়ম এবং ব্যাঙ্কিং বিধিনিষেধ অমান্যের অভিযোগ ওঠায় রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) কোপে পড়ল সরকারি ও বেসরকারি মিলিয়ে তিনটি ব্যাঙ্ক। বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে তাদের। সাজাপ্রাপ্তদের তালিকায় রয়েছে কোটাক মাহিন্দ্রা, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নাম। এর মধ্যে প্রথম দু’টি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান। শেষেরটি অবশ্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল এই তিন ব্যাঙ্কের শাস্তির বিষয়টি নিয়ে বিবৃতি দেয় আরবিআই। সেখানে বলা হয়, ঋণ এবং অগ্রিম সংক্রান্ত বিধিনিষেধ নির্দেশিকা অমান্য করায় কোটাক মাহিন্দ্রা, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে মোট ১ কোটি ৩০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কত দিনের মধ্যে ওই অর্থ মেটাতে হবে, তা অবশ্য জানা যায়নি।
আরবিআই জানিয়েছে, ঋণে অনিয়মের জন্য কোটাক মাহিন্দ্রাকে জরিমানা বাবদ দিতে হবে ৬১.৪ লক্ষ টাকা। অন্য দিকে ‘নো ইয়োর কাস্টমার’ (কেওয়াইসি) বা গ্রাহকের তথ্য সংক্রান্ত নির্দেশিকা মেনে চলেনি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। তাই সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানটির উপর ৩৮.৬ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে জরিমানার অঙ্ক ২৯.৬ লক্ষ টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির গ্রাহক পরিষেবা (কাস্টমার সার্ভিস) পরিচালনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জরিমানা ঘোষণা করার পর কোনও বিবৃতি দেয়নি এই তিন আর্থিক প্রতিষ্ঠান।
আরবিআই অবশ্য জানিয়ে দিয়েছে, ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে ত্রুটির জন্য এই জরিমানা করা হয়েছে। গ্রাহকদের সঙ্গে এই তিন ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত যে চুক্তি রয়েছে, তাকে আঘাত করা এর উদ্দেশ্য নয়। ফলে কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তে এই তিন ব্যাঙ্কের গ্রাহকদের উপর কোনও প্রভাব পড়বে না।