Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Assam

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ‘বিদেশি’ ঘোষিত সানাউল্লা, এনআরসি-কে নোটিস আদালতের

অসমের কামরূপ জেলার কলহিকশ গ্রামের বাসিন্দা মহম্মদ সানাউল্লা ৩০ বছর ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার পর ২০১৭ সালে অবসর নেন।

জামিনের আবেদন নিয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ সানাউল্লা।

জামিনের আবেদন নিয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ সানাউল্লা।

সংবাদ সংস্থা
গুয়াহাটি শেষ আপডেট: ০৭ জুন ২০১৯ ১৭:৫৯
Share: Save:

৩০ বছর সেনাবাহিনীতে চাকরি। বর্তমানে অসম বর্ডার পুলিশের সাব ইন্সপেক্টর। এ হেন মহম্মদ সানাউল্লাকেই ‘ঘোষিত বিদেশি’হিসেবে গ্রেফতার করা হয়েছিল। এ বার গুয়াহাটি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন মহম্মদ সানাউল্লাহ। পাশাপাশি মামলায় সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস পাঠিয়েছে উচ্চ আদালত।

সানাউল্লাকে গ্রেফতারের পরই তদন্তে বিরাট ‘গলদ’ ও অসঙ্গতি ধরা পড়েছিল। তদন্তকারী অফিসার চন্দ্রমল দাসও স্বীকার করে নিয়েছিলেন, তদন্তে ভুল হয়েছিল। এই পরিস্থিতিতেই শুক্রবার গুয়াহাটি হাইকোর্টে জামিনের আর্জি জানান সানাউল্লা। হাইকোর্ট সানাউল্লাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। একই সঙ্গে তদন্তকারী অফিসার চন্দ্রমল দাস এবং এনআরসি কর্তৃপক্ষকে এ বিষয়ে নোটিস পাঠিয়েছে আদালত। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও নোটিস পাঠিয়েছে উচ্চ আদালত। মহম্মদ সানাউল্লার পক্ষে সওয়াল করেছেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিংহ।

অসমের কামরূপ জেলার কলহিকশ গ্রামের বাসিন্দা মহম্মদ সানাউল্লা ৩০ বছর ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার পর ২০১৭ সালে অবসর নেন। তার পর যোগ দেন অসম বর্ডার পুলিশের সাব ইন্সপেক্টর পদে। সম্প্রতি ফরেনার্স ট্রাইবুনালের তদন্তে তাঁকে ‘বিদেশি’ চিহ্নিত করে গ্রেফতার করা হয়। তার পরই উঠে আসে বিস্ফোরক তথ্য।

সানাউল্লার তদন্তে যে তিন গ্রামবাসীর সই রয়েছে, তাঁরা দাবি করেন, তাঁদের কাছে কেউ এই বিষয়ে তদন্ত করতেই আসেননি। আবার যে সময় সানাউল্লার তদন্ত হয় (২০০৮ সালের মে মাস থেকে ২০০৯ সালের অগস্ট), তখন তিনি গ্রামে ছিলেন বলে উল্লেখ করা হলেও তাঁর সার্ভিস রেকর্ড বলছে, ওই সময়কালের মধ্যে জঙ্গি দমনের কাজে মণিপুরে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: বনগাঁ পুরসভায় তৃণমূলের কোন্দল প্রকাশ্যে, দলের চেয়ারম্যানের বিরুদ্ধেই অনাস্থা ১১ কাউন্সিলরের

আরও পডু়ন: পাঁচ জন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করে রেকর্ড গড়তে চলেছেন জগন

পরে চন্দ্রমল দাসও স্বীকার করে নেন, তদন্তে কোথাও কোনও গন্ডগোল হয়েছে। তিনি সানাউল্লা বলে এক জনের বিরুদ্ধে তদন্ত করেছিলেন, তবে তিনি অন্য কোনও সানাউল্লা হতে পারেন। অর্থাৎপ্রশাসনিক কোনও স্তরে নাম বিভ্রাটের সম্ভাবনা রয়েছে বলে তিনি দায় এড়াতে চেয়েছেন।

সব মিলিয়ে গোটা তদন্ত প্রক্রিয়াই কার্যত প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলে আদালতে সওয়াল করেছেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy