অসম পুলিশের টুইট থেকে নেওয়া ছবি।
দুই মহিলা পুলিশ কর্মী দু’টি শিশুকে কোলে নিয়ে ঘুরছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি রীতিমতো ভাইরাল। অসম পুলিশের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলেও ছবিটি পোস্ট করা হয়েছে।
রবিবার অসমে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) চলছিল। সেখানকার একটি স্কুলে ডিউটি পড়ে ওই দুই মহিলা পুলিশ কর্মীর। সেখানেদুই মহিলা পরীক্ষা দিতে এসেছিলেন কোলের শিশু নিয়ে। হয়তো তাঁরা শিশুদের কোলে নিয়েই পরীক্ষা দিতেন। কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে কর্তব্যরত দুই মহিলা পুলিশ কর্মী দু’টি শিশুকে রাখবেন বলে জানান।
এর পর ওই দুই মহিলা নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছেন। আর পরীক্ষা হলের বাইরে তাঁদের সন্তানদের দেখাশোনা করেন উর্দিধারী ওই দুই পুলিশ কর্মী। সেই ছবি পরে টুইট করা হয়। প্রচুর মানুষ দুই পুলিশকর্মীর প্রশংসা করেন। কমেন্টে আবার অনেকে একই রকম ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে তুলে নিয়েছেন কর্তব্যরত এক পুরুষ পুলিশ কর্মী।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার ছবিই ক্ষুধার্থ শিশুকে পৌঁছে দিল ক্লাসের ভিতর
আরও পড়ুন: বিএমডাব্লিউ-র দামে বিক্রি হল একটি মাত্র কাঁকড়া!
দেখুন অসম পুলিশের সেই পোস্ট:
Mother is a verb. It’s something you do, not just who you are!
— Assam Police (@assampolice) November 10, 2019
Assam Police personnel in Darrang district taking care of the lil’ ones, while their mothers write the TET Exam. pic.twitter.com/u6fIx6hOjb
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy