Advertisement
০২ নভেম্বর ২০২৪
Assam

Assam Floods: অসমে বন্যা পরিস্থিতিতে দুই শিশু-সহ আরও ন’জনের মৃত্যু, হিমন্তকে ফোন মোদীর

এই নিয়ে উত্তর-পূর্বের রাজ্যে বর্তমান বন্যা পরিস্থিতিতে মোট ১৭ জনের মৃত্যু হল। বানভাসি ২৮টি জেলা।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

সংবাদ সংস্থা
গুয়াহাটি শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১২:০৯
Share: Save:

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হল অসমে। দুই শিশু-সহ আরও নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও এক ব্যক্তি নিখোঁজ। এই নিয়ে উত্তর-পূর্বের রাজ্যে বর্তমান বন্যা পরিস্থিতিতে মোট ১৭ জনের মৃত্যু হল।

বরপেটা, বিশ্বনাথ, ডিমা-হাসাও, হোজাই, উদলগুড়ি, নগাঁও-সহ অসমের ২৮টি জেলা কার্যত বানভাসি। নলবাড়ি জেলার এক বন্যাদুর্গতের কথায়, ‘‘গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। বন্যার জল ক্রমশ বাড়ছে। আমার বাড়ি পুরোপুরি ডুবে গিয়েছে। আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি।’’ ২৯৩০টি গ্রামের প্রায় ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বাজালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ৩.৫৫ লাখ মানুষ বিপর্যস্ত হয়েছেন। ৪৩,৩৩৮.৩৯ হেক্টর জমি জলের তলায়। বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। এ খবর টুইট করে জানিয়েছেন হিমন্ত। কেন্দ্রের তরফ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী।

দুর্যোগ মোকাবিলায় ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, উদ্ধারকারী দল, অসম পুলিশ হাত লাগিয়েছে। সেনার ন’টি দল উদ্ধারকাজ চালাচ্ছে। অন্য দিকে, আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Assam flood Assam flood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE