ছবি পিটিআই।
মৃতের সংখ্যা বেড়েই চলেছে অসমে। বন্যা পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বের এই রাজ্যে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত বেড়ে হয়েছে ১৭৩।
কাছার জেলায় ছয় জনের মৃত্যু হয়েছে। নগাঁওয়ে মৃত্যু হয়েছে তিন জনের। বরপেটায় দু’জনের মৃত্যু হয়েছে। করিমগঞ্জ, কোকরাঝড় ও লখিমপুর জেলায় মৃতের সংখ্যা এক জন করে। ৬৩ হাজার হেক্টরেরও বেশি জমি এখনও জলমগ্ন। যে কারণে প্রচুর ফসল নষ্ট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অসমে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৯ লক্ষেরও বেশি মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। ৩০টি জেলার ২৪৫০টি গ্রাম বিপর্যস্ত হয়ে পড়েছে। তিন লক্ষেরও বেশি মানুষ ৫৬৩টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। ব্রহ্মপুত্র নদ ও কপিলি, দিসাং ও বুড়িদিহং নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy