অসমে আক্রান্ত হলেন কংগ্রেস সাংসদ রাকিবুল হুসেন। শুক্রবার রাকিবুলের নিজের জেলা নগাঁওয়ে এই ঘটনা ঘটেছে। সাংসদ এবং তাঁর ব্যক্তিগত দেহরক্ষীকে মোটরবাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, কেন এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। ১০ জন ‘হামলাকারীর’ নামও সমাজমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে কয়েকটি ভিডিয়োয় (আনন্দবাজার অনলাইন যার সত্যতা যাচাই করেনি) দেখা যাচ্ছে, মুখে কাপড় বাঁধা হামলাকারীরা ক্রিকেট ব্যাট এবং লাঠি নিয়ে চড়াও হচ্ছেন সাংসদের উপর। তাঁকে মাটিতে ফেলে মারা হচ্ছে!
আরও পড়ুন:
সামাগুড়িতে কংগ্রেসের একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে রূপোহী থানার অন্তর্গত গুনোমারি গ্রামে হামলার শিকার হন কংগ্রেস সাংসদ। প্রসঙ্গত, নগাঁওয়ের সামাগুড়ি বিধানসভা আসনে ২০০১ থেকে ২০২১ পর্যন্ত টানা পাঁচটি বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন রাকিবুল। একাধিক মেয়াদে সে রাজ্যের মন্ত্রীও হয়েছেন। গত বছর লোকসভা নির্বাচনে নিম্ন অসমের ধুবুড়ি থেকে লড়ে জয়ী হয়েছিলেন তিনি। এর পর উপনির্বাচনে সামাগুড়িতে তাঁর পুত্রকে টিকিট দিয়েছিল কংগ্রেস। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।