দুর্নীতির অভিযোগে হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না লোকপাল। একটি স্বতঃপ্রণোদিত মামলার ভিত্তিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা দেশের লোকপাল এএম খানউইলকর চলতি বছরের ২৭ জানুয়ারি দু’টি পৃথক অভিযোগের প্রেক্ষিতে নির্দেশিকা জারি করে জানিয়েছিলেন, হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে ২০১৩ সালের লোকপাল ও লোকায়ুক্ত আইনের ১৪(১) ধারা অনুযায়ী তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা যেতে পারে।
আরও পড়ুন:
কিন্তু বিচারপতি আরএস গবই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ওএস ওকার বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে বৃহস্পতিবার। এ ক্ষেত্রে বিচারবিভাগের অনুমতির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করে শীর্ষ আদালত। পাশাপাশি, অভিযোগকারী যাতে অভিযুক্ত বিচারপতির নাম গোপন রাখেন সেই নির্দেশ দেওয়া হয়েছে। কর্মরত বিচারপতির বিরুদ্ধে লোকপালের তদন্তের উদ্যোগকে ‘বিরক্তিকর’ বলেছে তিন বিচারপতির বেঞ্চ।