দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। — ফাইল চিত্র।
২০১০ সালে ‘মাই নেম ইজ় খান’ ছবিতে শাহরুখ খান অভিনীত চরিত্র রিজ়ওয়ান খানকে বার বার বলতে শোনা গিয়েছিল, ‘মাই নেম ইজ় খান, অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট...’। বলিউড বাদশার সেই সংলাপ ১৪ বছর পর আবারও প্রাসঙ্গিক হয়ে উঠল। এ বার দিল্লির মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল, ‘‘মাই নেম ইজ় অরবিন্দ কেজরীওয়াল, অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’’। আম আদমি পার্টির (আপ) নেতা সঞ্জয় সিংহ মঙ্গলবার জেলবন্দি কেজরীওয়ালের একটি বার্তা পড়তে গিয়ে এমনই কথা জানালেন।
গত ২১ মার্চ দিল্লির আবগারি মামলায় ধৃত কেজরীওয়ালের বর্তমান ঠিকানা এখন তিহাড়। সেখানকার দু’নম্বর সেলেই দিন কাটছে তাঁর। গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি তিনি। আপ দাবি করেছে, জেল থেকেই সরকার চালাবেন কেজরীওয়াল। জেলবন্দি হওয়ার পর থেকেই স্ত্রী সুনীতা-সহ আপের বিভিন্ন নেতা-নেত্রীর মাধ্যমে নিজের বার্তা দিয়ে আসছেন তিনি। মঙ্গলবার তেমনই এক বার্তা পড়ে শোনালেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয়।
আপ সাংসদের অভিযোগ, ‘‘জেলে কেজরীওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে।’’ সোমবার তিহাড়ে গিয়ে কেজরীওয়ালের সঙ্গে দেখা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। তিহাড় থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা খুবই দুর্ভাগ্যের যে, এক জন দাগী আসামিকে যে সমস্ত সুযোগসুবিধা দেওয়া হয়, কেজরীওয়ালকে সেটুকুও দেওয়া হচ্ছে না। তাঁর দোষটা কোথায়?” মঙ্গলবার একই কথা বলতে শোনা গেল সঞ্জয়ের মুখেও।
একই সঙ্গে আপ সাংসদ অভিযোগ করেছেন, ‘‘জেলে কাছের মানুষের সঙ্গে কেজরীওয়ালকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটিই স্পষ্টতই একটি প্রতিহিংসার রাজনীতি। এ ভাবে তাঁকে আটকে রাখা যাবে না। তিনি আরও শক্তিশালী হয়ে উঠবেন।’’
তার পরই সঞ্জয় বলেন, ‘‘অরবিন্দ কেজরীওয়াল, যিনি দেশ এবং দিল্লির জনগণের জন্য তাদের ভাই এবং পুত্রের মতো কাজ করেছেন, তিনি জেল থেকে একটি বার্তা পাঠিয়েছেন।’’ আপ প্রধান এর পর বলেছেন, ‘মাই নেম ইজ় অরবিন্দ কেজরীওয়াল, অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’। আপ সাংসদ আরও বলেন, ‘‘আপনি যতই তাঁকে (অরবিন্দ কেজরীওয়াল) ভাঙার চেষ্টা করবেন, ততই তিনি শক্তিশালী হয়ে ফিরে আসবেন। সোমবার জেলে কেজরীওয়ালের দেখা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান। এটি আমাদের সকলের কাছে একটি সংবেদশীল বিষয়, কিন্তু বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর কাছে লজ্জার।’’
জেল থেকে কেজরীওয়ালের দেওয়া নতুন বার্তা নিয়ে যখন আসরে নেমেছে আপ, তখন বিজেপিও পাল্টা আক্রমণ করতে ছাড়ছে না। দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘কে তাঁকে সন্ত্রাসবাদী বলছে? আমরা তাঁকে দুর্নীতিবাজ বলছি। তিনি দিল্লির শত্রু।’’
অন্য দিকে, সোমবার সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পাননি কেজরীওয়াল। আবগারি মামলায় ইডির গ্রেফতারি বেআইনি, এমন দাবি করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন আপ প্রধান। সোমবার সেই মামলার শুনানিতে কেজরীর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট। এমনকি, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতেও স্বস্তি পাননি কেজরী। জেল হেফাজত শেষে সোমবার তাঁকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয়েছিল। সেই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেন বিচারক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy