আনন্দ মহীন্দ্রা। ছবি টুইটার থেকে নেওয়া।
ভারতীয় ব্যবসায়ী আনন্দ মহীন্দ্রা। গুজরাতে ঘুরতে গিয়ে তিনি গিয়েছিলেন সর্দার বল্লভভাই পটেলের স্ট্যাচু অব ইউনিটির মূর্তি দেখতে। সেখানে গিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেন শুক্রবার বিকালে। তার পরই ভাইরাল হয়েছে সেটি। ৩৮ হাজার লাইকের পাশাপাশি নেটাগরিকরা কমেন্টের বন্যায় ভাসিয়ে দিয়েছেন সেই পোস্ট।
২০১৮-র অক্টোবরে সর্দার বল্লভভাই পটেলের মূর্তির উন্মোচিত হয়। তার পর থেকেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই মূর্তি। ৫৯৭ ফুট লম্বা এই মূর্তি পৃথিবীর উচ্চতম। সেই মূর্তির সামনে ছবি তুলে মহীন্দ্রা লিখেছেন, ‘‘সত্যিকারের আয়রন ম্যানের পায়ের তলায়। মারভেল চরিত্রের নয়।’’
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উজ্জ্বল ব্যক্তিত্ব সর্দার বল্লবভাই পটেল। তাঁকে ‘ভারতের আয়রন ম্যান’ বলা হয়।
For my album of prized memories. At the feet of the real Iron Man—not the Marvel character! pic.twitter.com/HKdDvSRgS1
— anand mahindra (@anandmahindra) February 28, 2020
আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকার ছবি দিয়ে হোলির পোস্টার! অ্যান্টি রোমিও স্কোয়াডের হাতে গ্রেফতার যুবক
আরও পড়ুন: মেলানিয়ার ‘হ্যাপিনেস ক্লাসে’ খুদের নাচ মন জিতল নেটাগরিকদের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy