ভারতীয় শিল্পপতি বচ্চনকে স্বাগত জানিয়েছেন। ফাইল চিত্র।
অমিতাভ বচ্চন জুলাইয়ে কোভিডে আক্রান্ত হওয়ার পর সারা দেশবাসীর মতো বিগ-বি-র আরোগ্য কামনা করেছিলেন শিল্পপতি আনন্দ মহীন্দ্রা। করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন অমিতাভ। তার পর একটি টুইট করেছেন মহীন্দ্রা। সেই টুইটে তিনি সিরাম ইনস্টিটিউটের প্রধানকে ‘বিগ-ভি’ ভ্যাকসিন বানানোর অনুরোধ করেছেন। মহীন্দ্রার এই প্রস্তাবে মজেছেন বচ্চন অনুগামীরাও।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার খবর টুইট করে জানিয়েছিলেন বলিউডের শাহেনশা। সেই টুইট রিটুইট করে ভারতীয় শিল্পপতি বচ্চনকে স্বাগত জানিয়েছেন। তার পর ভারতীয় সিরাম ইনস্টিটিউটের সিইও পুনাওল্লাকে অমিতাভর শরীর থেকে উপাদান সংগ্রহ করে বিগ ভি ভ্যাকসিন বানানোর জন্য অনুরোধ করেছেন। সেই ভ্যাকসিন সাধারণকে দেওয়ার জন্য বলেছেন।
মহীন্দ্রার এই মজার টুইটে সাড়া দিয়েছেন ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান পুনাওল্লাও। তিনি মহীন্দ্রা গ্রুপের প্রধানকে জানিয়েছেন, তাঁদের বিজ্ঞানীরা এই বিষয়ে কাজ করেছেন।
Welcome back @SrBachchan As I had said, you possessed an inbuilt vaccine codenamed the Big V. Now we need @adarpoonawalla to find a way to extract it from you, manufacture it & give us all a dose...😊 https://t.co/8aP9o2IzA9
— anand mahindra (@anandmahindra) August 2, 2020
বচ্চনের কোভিড জয় করে ফেরা ও সেই প্রতিরোধ ক্ষমতাকে কুর্নিশ জানিয়ে মহীন্দ্রার এই মজাদার সংলাপ মনে ধরেছে নেটাগরিকদেরও।
Haha! good one @anandmahindra, my scientists are working on it! and great to have you back, @SrBachchan. https://t.co/1IO9BbG5ts
— Adar Poonawalla (@adarpoonawalla) August 2, 2020
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় সংক্রমণের হার আট শতাংশের কম, সুস্থ ৪৪৩০৬
আরও পড়ুন: খুলে গিয়েছে প্যান্ট, তবুও বন্ধুর সাইকেল ছাড়ল না খুদে! ভিডিয়োতে মাতল নেটদুনিয়া
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy