বিহারের ভাগলপুরের বাসিন্দা ইন্তাসার আলম। তাঁর জীবনের প্রথম গাড়ি ছিল মহিন্দ্রার স্করপিও। খুবই প্রিয় ছিল সেই গাড়ি। পরে সেই গাড়ির অনুকরণেই বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক বানান তিনি। সম্প্রতি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা দেখে রীতিমতো আপ্লুত মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। তিনি যে খুশি সেটা জানানোর পাশাপাশি ওই বাড়ির মালিককেও ‘সেলাম’ জানিয়েছেন আনন্দ।
Now that’s what I call a Rise story... Scorpio Rising to the Rooftop. 😊 My salaams & appreciation to the owner. We salute his affection for his first car! https://t.co/8hwT7bakWA
— anand mahindra (@anandmahindra) October 29, 2020
স্করপিও-র মতো দেখতে জলের ট্যাঙ্কে গাড়ির মতো নাম্বার প্লেটও রয়েছে। আর ইন্তাসার নিজের প্রথম গাড়িটিকে এতটাই ভালবাসতেন যে, সেই স্করপিও-র নম্বরটাই রয়েছে জলের ট্যাঙ্কে। এমন ট্যাঙ্ক বানানোর পরিকল্পনা অবশ্য ইন্তাসারের একার নয়। আগ্রায় এমনই একটি ট্যাঙ্ক দেখে পছন্দ হয়েছিল তাঁর স্ত্রীর। সেটা জানার পরে স্ত্রীর পছন্দ রূপায়ণের উদ্যোগ নেন তিনি। এমনকি আগ্রায় গিয়ে খোঁজ করে কর্মীদের নিয়ে আসেন। আড়াই লাখ টাকা খরচে তৈরি করান 'স্করপিও ট্যাঙ্ক'।
আরও পড়ুন: ডেলিভারি বয় গ্রেফতার, ক্রেতার বাড়িতে কাবাব পৌঁছে দিল পুলিশ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy