চলছে টহলদারি। ছবি: এএফপি।
লস্করনেতা আবু দুজানি মারা যাওয়ার পর দু’দিনও কাটেনি। ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হল নিরাপত্তা বাহিনীর। বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই শুরু হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনায় দু’জন সেনা জওয়ান-সহ এক সেনা অফিসারের মৃত্যু হয়েছে। সোপিয়ানের জাইপুরা গ্রাম ঘিরে চলছে সেনা অভিযান।
অন্য দিকে, এ দিনই ভোরে কাশ্মীরের কুলগাম জেলাতেও জঙ্গিদের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ হয় ভারতীয় সেনার। সেনার গুলিতে খতম হয় দুই জঙ্গি। ভারতীয় সেনার নর্দান কম্যান্ড একটি টুইট করে এই ঘটনার সত্যতা স্বীকার করেন। ওই দুই জঙ্গির কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: খতম শীর্ষ লস্কর নেতা দুজানা
দিন দুই আগেই সেনা-পুলিশের গুলিতে খতম হয়েছে পুলিশের তালিকায় ‘মোস্ট ওয়ান্টেড’ লস্করের অন্যতম শীর্ষ নেতা আবু দুজানা। হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানি আর সবজার বাটের পরে আবুর মৃত্যু উপত্যকায় জঙ্গি দমন অভিযানের অন্যতম বড় সাফল্য বলে দাবি করছে সেনা। বস্তুত সেনার এই ‘অপারেশন ক্লিন আপ’ অভিযানে গত ছ’মাসে মৃত্যু হয়েছে ১১৬ জন জঙ্গির। দুজানার মৃত্যুর পর থেকেই আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপত্যাকায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ফিরদৌস আহমেদ নামে এক বিক্ষোভকারীরও।
আরও পড়ুন: স্মার্ট টেকনোলজিতে সিল করা হচ্ছে ভারত-পাক সীমান্ত, জানালেন বিএসএফ-প্রধান
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy