Advertisement
০৫ নভেম্বর ২০২৪

মোদীতে সর্বনাশ, ‘বললেন’ অমিত!

গরিব, দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণির জন্য প্রধানমন্ত্রী মোদী কিছুই করবেন না। তিনি দেশের সর্বনাশ করবেন— এমন মন্তব্য এল খোদ বিজেপি সভাপতি অমিত শাহের কাছ থেকে! অমিতের বক্তব্য হিন্দি থেকে তর্জমা করতে গিয়েই গোল বাধিয়েছেন বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী।

নিজস্ব প্রতিবেদন
বেঙ্গালুরু শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ০৪:৩৯
Share: Save:

গরিব, দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণির জন্য প্রধানমন্ত্রী মোদী কিছুই করবেন না। তিনি দেশের সর্বনাশ করবেন— এমন মন্তব্য এল খোদ বিজেপি সভাপতি অমিত শাহের কাছ থেকে!

বিজেপি সভাপতি অবশ্য এই মন্তব্যটি করেননি। অমিতের বক্তব্য হিন্দি থেকে তর্জমা করতে গিয়েই গোল বাধিয়েছেন বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী। অমিতের মূল মন্তব্যটি ছিল, ‘‘প্রধানমন্ত্রী মোদীর উপরে ভরসা রাখুন এবং ইয়েদুরাপ্পাকে ভোট দিন। আমরা কর্নাটককে দেশের এক নম্বর রাজ্য তৈরি করে দেব।’’ তর্জমা-বিপর্যয়ে এই মন্তব্যে কর্নাটকে ফের মুখ পুড়ল অমিত শাহের।

দু’দিন আগেই কর্নাটকে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পাকে পাশে বসিয়ে অমিত বলেছিলেন, ‘‘যদি দুর্নীতি নিয়ে কোনও প্রতিযোগিতা হয়, তা হলে ইয়েদুরাপ্পা সরকার এক নম্বর স্থান অধিকার করবে!’’ বস্তুত তিনি রাজ্যে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী তথা কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কথা বলতে চেয়েছিলেন। সে যাত্রায় প্রহ্লাদ জোশী শুধরে দেন। আগের বারের ত্রাতা প্রহ্লাদই এ বারে খলনায়ক!

অমিতের মন্তব্য-বিপর্যয়ে উল্লসিত কংগ্রেস। ইয়েদুরাপ্পা-কাণ্ডের পরে রাহুল গাঁধী টুইটারে বলেছিলেন, ‘‘আমাদের প্রচার দারুণ ভাবে শুরু হল!’’ আজ দলের নেতা রণদীপ সূরজেওয়ালা বলেছেন, ‘‘সত্যি কথাটাই মুখে ফের এল!’’ অন্য দিকে লিঙ্গায়ত-সহ একাধিক বিষয়ে চাপে থাকা বিজেপির সমস্যা আরও বাড়ালেন দলের সভাপতি!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE