Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Maharashtra

৫ বছর আমিই মুখ্যমন্ত্রী থাকব, বলে দিলেন ফডণবীস, সেনা অনড়ই

বক্তব্যে সিলমোহর দেন বিজেপি সভাপতির নাম করেও। বলেন, ‘‘অমিত শাহ আমাকে বলেছেন যে, মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও ফর্মুলার আলোচনাই হয়নি।’’

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ১৪:৫৮
Share: Save:

সময় যত গড়াচ্ছে, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বাড়ছে টানাপড়েন। ‘ফিফটি-ফিফটি’ ফরমুলায় চাপ বাড়িয়েই চলেছে শিবসেনাবিজেপি এত দিন পর্যন্ত এ নিয়ে বিশেষ মুখ না খুললেও আজ দেবেন্দ্র ফডণবীস স্পষ্ট করে দিলেন, আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর সূত্রের কোনও প্রশ্নই নেই। দ্বিতীয় বারের জন্য তিনিই মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং সেটাও পাঁচ বছরের জন্য— সাফ জানিয়ে দিলেন ফডণবীস। আর ফডণবীসের এই ঘোষণার পরেই আজ বিকেল চারটেয় বিজেপির সঙ্গে বাতিল করেছে শিব সেনা।

২০১৪ সালের তুলনায় বিজেপি-শিবসেনা দু’দলেরই আসন কমলেও সংখ্যার নিরিখে সরকার গঠনে বাধা নেই বিজেপি-শিবসেনা জোটের। ভোটের ফলপ্রকাশের পর থেকেই শিবসেনা দাবি তুলেছে, আড়াই বছর করে দু’দলের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি করে নেওয়ার। এই সূত্রেই বিজেপির উপর কখনও সংবাদ মাধ্যমে, কখনও বা দলীয় মুখপত্রে বিজেপির উপর চাপ বাড়িয়ে চলেছে শিবসেনা। দলের নেতারা জিইয়ে রেখেছেন শরদ পওয়ারের সঙ্গে জোট করে সরকার গঠনের জল্পনাও। কিন্তু বিজেপি সেই দাবি মানতে নারাজ। যদিও প্রকাশ্যে সে ভাবে দলের অবস্থান স্পষ্ট করেননি শীর্ষ নেতৃত্ব।

এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠকে ফডণবীসশিবসেনার দাবি শুধু খারিজ করলেন তাই নয়, স্পষ্ট জানিয়ে দিলেন, ভোটের আগে ‘ফিফটি-ফিফটি’র কোনও কথাই হয়নি। তাঁর বক্তব্যে সিলমোহর দেন বিজেপি সভাপতির নাম করেও। বলেন, ‘‘অমিত শাহ আমাকে বলেছেন যে, মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও ফর্মুলার আলোচনাই হয়নি।’’ মহারাষ্ট্রের প্রায় ৫০ বছরের ইতিহাসে প্রথম বার পাঁচ বছরের মুখ্যমন্ত্রীর মেয়াদ সম্পূর্ণ করা ফডণবীস এও বলেন, ‘শিবসেনা এমন কোনও দাবিও করেনি’। তাঁর মুখ্যমন্ত্রী হওয়াও যে নিশ্চিত, সেটাও স্পষ্ট করেছেন ফডণবীস। তিনি বলেন, ‘‘আমার মনে কোনও সন্দেহ নেই যে আমিই আগামী পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছি।’’

আরও পড়ুন: জোর চমক ভাইফোঁটায়! বৈশাখীকে সঙ্গে নিয়ে মমতার বাড়িতে শোভন

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ইউরোপীয় সাংসদেরা, ‘গণতন্ত্রের অপমান’, কটাক্ষ বিরোধীদের

বিজেপির এই অবস্থানের পরে সেনা যে অবস্থান নমনীয় করবে, এমন কোনও ইঙ্গিত মেলেনি দলের তরফে। বরং এখনও তাঁরা আগের অবস্থানেই অনড়, দলীয় সূত্রে ইঙ্গিত তেমনটাই। সরকার গঠনে দেরির প্রশ্নে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত টেনে আনেন হরিয়ানায় দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টির সঙ্গে জোট করে সরকার গঠনের প্রসঙ্গ। বলেন, এখানে (মহারাষ্ট্রে) কোনও দুষ্মন্ত নেই, যাঁর বাবা জেলে রয়েছেন। এখানে ধর্ম ও সত্যের রাজনীতি করি আমরা।’’ আজও শরদ পওয়ারের সঙ্গে জোটের সম্ভাবনা আরও উস্কে দিয়ে তিনি বলেন, ‘‘শরদ বিজেপি-বিরোধী অবস্থান তৈরি করেছেন। কংগ্রেস কখনওই বিজেপির সঙ্গে যাবে না।’’

হরিয়ানায় সরকার গঠনে জেজেপির সঙ্গে বিজেপির জোট ঘোষণার দিনই জেলবন্দি দুষ্যন্তর বাবা ছুটি পান। রাজনৈতিক শিবিরের পর্যবেক্ষণ, সেই বিষয়টিকে খোঁচা দেওয়ার পাশাপাশি শিবসেনার যে এমন কোনও বাধ্যবাধ্যকতা বা দুর্বলতা নেই, সেটাই বোঝাতে চেয়েছেন সঞ্জয়। একই সঙ্গে শরদ পওয়ারের নাম টেনে এনে এনসিপি-কংগ্রেসের হাত ধরার বার্তাও ফের দিয়ে রাখলেন বলেও মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

অন্য বিষয়গুলি:

Maharashtra Shiv Sena BJP Devendra Fadnavis Sanjay Raut
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy