Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Amit Shha

এনআরসি নিয়ে অমিতের বিতর্কিত মন্তব্য টুইটার থেকে মুছে ফেলল বিজেপি

লোকসভা নির্বাচনের আগে দার্জিলিঙের সভায় ওই বিতর্কিত করেন অমিত শাহ।

টুইটার থেকে অমিতের মন্তব্য মুছল বিজেপি।

টুইটার থেকে অমিতের মন্তব্য মুছল বিজেপি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৩
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে বিক্ষোভে উত্তাল দেশ। আর তার মধ্যেই অমিত শাহেএনআরসি সংক্রান্ত একটি বহু বিতর্কিত মন্তব্য আচমকা টুইটার হ্যান্ডল থেকে মুছে ফেলল বিজেপি। কেন এই টুইট সরিয়ে নেওয়া হল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও এর কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

অমিত শাহের সেই টুইটটি মাস আটেক আগের। লোকসভা নির্বাচনের প্রচার অভিযান তখন তুঙ্গে। গত ১১ এপ্রিল দার্জিলিঙে সভা করতে এসেছিলেন অমিত শাহ। সেখানে দেশ জুড়ে এনআরসি করার কথা সজোরে ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, বৌদ্ধ, হিন্দু এবং শিখ শরণার্থী ছাড়া সমস্ত অনুপ্রবেশকারীকে দেশ থেকে বিদায় করা হবে।

এর পর বিজেপির টুইটার হ্যান্ডলে অমিত শাহের সেই মন্তব্য ফলাও করে পোস্ট করা হয়। “আমরা সারা দেশে এনআরসি রূপায়ণ করবই। হিন্দু, বৌদ্ধ এবং শিখ ছাড়া প্রত্যেক অনুপ্রবেশকারীকে আমরা তাড়াব”— অমিতের এই উক্তির পাশে #নমোফরনিউইন্ডিয়া লিখে অনলাইন প্রচার চালিয়েছিল বিজেপি।

সম্প্রতি বিজেপির টুইটার হ্যান্ডল থেকে অমিতের ওই টুইটটি উধাও হয়ে গিয়েছে। বিষয়টি চোখে পড়তেই নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, লাগাতার বিক্ষোভের জেরে বেকায়দায় পড়েই কি টুইট মুছে দিল বিজেপি?

ডেরেকের টুইট।

তবে এখন টুইট মুছে দিয়ে কোনও লাভ নেই বলে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। টুইটারে তিনি লেখেন, ‘‘বিজেপির আইটি সেল টুইট মুছে দিতেই পারে। কিন্তু সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব রাজ্যে এনআরসি হবেই। তা মুছতে পারবে না ওরা।’’

সদ্য সমাপ্ত অধিবেশনেই এনআরসি নিয়ে সংসদে মুখ খুলেছিলেন অমিত শাহ। সেখানে বিরোধীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘‘কোনও সংশয় রাখবেন না, গোটা দেশেই এনআরসি হবে।’’ তাঁর ওই মন্তব্যের রেশ ধরে সেই সময় বিজেপি সাংসদেরাও দেশব্যাপী এনআরসি তৈরির দাবিতে সরব হন। কিন্তু তা নিয়ে গত কয়েক দিন ধরে বিক্ষোভের জেরে শুক্রবার সাফাইও দিতে হয় কেন্দ্রীয় সরকারকে। এ দিন সংবাদপত্রে দেওয়া বিজ্ঞাপনে কেন্দ্র জানায়, ‘‘দেশ জুড়ে কোনও এনআরসি ঘোষণা হয়নি। যদি কখনও দেশ জুড়ে এনআরসি-র ঘোষণা হয়, তা হলে সেই পরিস্থিতিতে নিয়ম ও নির্দেশিকা এমন ভাবে তৈরি করা হবে যাতে কোনও ভারতীয় নাগরিক অসুবিধায় না পড়েন।’’

তবে অন্য একটি অংশের দাবি, যে ভোটব্যাঙ্ককে টার্গেট করে এনআরসি এবং সিএএ নিয়ে এগোচ্ছে মোদী সরকার, অমিতের ওই টুইটে সেই হিন্দুদের তাড়াব না বলে আস্বস্ত করা হলেও, ‘অনুপ্রবেশকারী’ হিসাবেই চিহ্নিত করা হয়েছিল। দেরিতে হলেও বিষয়টি নজরে পড়েছে গেরুয়া শিবিরের। তাতেই টনক নড়েছে। তাই সন্তর্পণে টুইটটি মুছে দেওয়া হয়েছে।

অন্য বিষয়গুলি:

NRC Amit Shah BJP CAA Citizenship Amendment Act Derek O'Brien
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy