Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Alligator

Viral: ইল শিকার করতে গিয়ে লাগল ৮৬০ ভোল্ট! ছটফট করতে করতে মৃত্যু কুমিরের, দেখুন ভিডিয়ো

ইলের শরীরে উৎপন্ন ৮৬০ ভোল্টের বিদ্যুতের ঝটকায় কুমিরের শরীর কাঁপতে শুরু করে।

ছবি সৌজন্য টুইটার।

ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৪
Share: Save:

কখনও শুনেছেন মাছ শিকার করতে গিয়ে মৃত্যু হয়েছে কুমিরের! তবে রুই, কাতলা বা আর পাঁচটা সাধারণ মাছ নয়, ইল শিকার করতে গিয়েই প্রাণ গিয়েছে এক কুমিরের। এই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যে ঘটনা সচরাচর দেখা যায় না। তবে ভিডিয়োটি কোথাকার তা অবশ্য জানা যায়নি।

শিকারির হাত থেকে বাঁচতে শরীরে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন করে ইল। এ ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি জলাশয়ের পাড়ের কাছে একটি ইল মাছ। তার ঠিক কাছেই ঘাপটি মেরে ছিল একটি কুমির। সুযোগ বুঝে ইল মাছটিকে চোয়ালের মাঝে চেপে ধরতেই বিপত্তি। ইলের শরীরে উৎপন্ন ৮৬০ ভোল্টের বিদ্যুতের ঝটকায় কুমিরের শরীর কাঁপতে শুরু করে। একটা সময় ছটফট করতে করতে সেটি মারাও যায়। তখনও কুমিরের চোয়ালের মাঝে আটকে ছিল ইল মাছটি। সেটিও মারা গিয়েছিল। ভি়ডিয়োটি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

অন্য বিষয়গুলি:

Alligator Death Viral video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE