হাই কোর্টের জমাদারকে সাসপেন্ড করল ইলাহাবাদ হাই কোর্ট। ছবি: সংগৃহীত।
ঘুষ নেওয়ার অভিযোগে হাই কোর্টের এক জন জমাদারকে সাসপেন্ড করল ইলাহাবাদ হাই কোর্ট। তবে নগদ টাকা নয়, ঘুষ নেওয়ার জন্য এক অনন্য পদ্ধতি অবলম্বন করেছিলেন ওই জমাদার। কোমরে গুঁজে রেখে দিয়েছিলেন কিউআর কোড। সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ওই কিউআর কোডের মাধ্যমেই ঘুষ নিতেন তিনি। যাঁদের কাছে ঘুষ নিতেন, তাঁদের কড়া নির্দেশ দেওয়া ছিল, কিছুতেই নগদ টাকা হাতে দেওয়া যাবে না। টাকা দিতে হবে কিউআর কোডের মাধ্যমেই।
रिश्वत और वो भी ऑनलाइन, सुनने में अजीब ज़रूर लग रहा होगा मगर सच है।इलाहाबाद #हाईकोर्ट में वकीलों से पैसे लेने के लिए कोर्ट रूम के कर्मचारी ने PatTM QR कोड बेल्ट के पास लगा लिया।#चीफजस्टिस राजेश बिन्न्दल ने कर्मचारी राजेंद्र कुमार को निलम्बित कर दिया है #UP pic.twitter.com/jUcKILdsaa
— Mamta Tripathi (@MamtaTripathi80) December 1, 2022
সম্প্রতি, একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে ইলাহাবাদ হাইকোর্টের ওই জমাদার তাঁর কোমরে পেটিএম কিউআর কোড সেঁটে রেখেছেন। আর সেই কোড স্ক্যান করছেন এক জন আইনজীবী। সেই ছবি প্রকাশ্যে আসতেই ওই জমাদারকে সাসপেন্ড করেছে আদালত। এই বিষয়ে ইলাহাবাদ হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল আশিস গর্গ ২৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। অভিযুক্ত জমাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy