এর আগেও কোচিতে বিদেশ থেকে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছে বহু বিমানযাত্রী। প্রতীকী ছবি।
বিদেশে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়লেন এয়ার ইন্ডিয়ার এক বিমানকর্মী। কোচি থেকে বাহরাইন যাওয়ার বিমানের নিয়মিত কর্মী তিনি। বুধবার রাতে বিমানে ওঠার আগেই তাঁর তল্লাশি প্রায় দেড় কেজি ওজনের সোনা উদ্ধার করল শুল্ক দফতর। পোশাকের নীচে গলানো সোনা তবকের মতো শরীরে মুড়ে নিয়েছিলেন তিনি। যাতে কোনও ভাবেই উপর থেকে বোঝা না যায়।
অভিযুক্ত ওই বিমানকর্মীর নাম সাফি। তাঁকে কোচি বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়। বাহরাইন থেকে কোঝিকোড়ে হয়ে কোচিতে ফেরার বিমানে ফিরেছিলেন তিনি। আপাতত তাঁকে জেরা করার জন্যই হেফাজতেই রেখেছে শুল্ক দফতর।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সাফি কেরলের ওয়েনাড়ের বাসিন্দা। দীর্ঘ দিন ধরেই এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু বা বিমানকর্মী হিসাবে কাজ করছেন। বুধবার তাঁকে গ্রেফতার করার পর পোশাকের তল্লাশি নিয়ে দেখা যায়, সাফি তাঁর শার্টের নীচে কব্জির উপরে ওই সোনা গোল করে মুড়ে রেখেছিলেন। ভেবেছিলেন এই ভাবেই গ্রিন চ্যানেল পেরিয়ে যাবেন কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি।
এর আগেও কোচিতে বিদেশ থেকে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছে বহু বিমানযাত্রী। তবে সাম্প্রতিক অতীতে কোনও বিমানকর্মীকে সোনা-সহ গ্রেফতার করা হয়নি।
Kochi | Air India cabin crew Shafi, a native of Wayanad, was arrested at Kochi Airport for smuggling 1,487 gms of gold. The cabin crew was of Bahrain-Kozhikode-Kochi service. Further interrogation underway: Customs Preventive Commissionerate pic.twitter.com/1nxVzF2fA7
— ANI (@ANI) March 8, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy