Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Rahul Gandhi

‘বিজেপির সুবিধা করে দিতে বেছে বেছে প্রার্থী দিয়েছে মিম’, তেলঙ্গানায় অভিযোগ রাহুলের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি তেলঙ্গানায় ক্ষমতা দখল করলে একজন অনগ্রসর নেতাকে মুখ্যমন্ত্রী করবে। শাহের সেই মন্তব্যকে কটাক্ষ করেন রাহুল।

তেলঙ্গানায় রাহুল গান্ধীর সভা।

তেলঙ্গানায় রাহুল গান্ধীর সভা। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
হায়দরাবাদ শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ২২:৩৭
Share: Save:

তেলঙ্গানার ভোটের প্রচারের গিয়ে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে বিজেপির গোপন যোগাযোগের অভিযোগ তুললেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখতেই বিজেপি এবং মিম গোপন বোঝাপড়া করেছে।

হায়দরাবাদে কংগ্রেসের সভায় রাহুল বুধবার বলেন, ‘‘যে আসনগুলিতে কংগ্রেসের সঙ্গে বিজেপি লড়াই করার মতো পরিস্থিতিতে আছে, বেছে বেছে সেখানেই প্রার্থী দিয়েছে মিম।’’ তাঁর অভিযোগ, সংখ্যালঘু ভোটের বিভাজন করিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে সক্রিয় হয়েছে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিনের দল। বিজেপির থেকে মিম নেতারা টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি তেলঙ্গানায় ক্ষমতা দখল করলে একজন অনগ্রসর (ওবিসি) নেতাকে মুখ্যমন্ত্রী করবে। শাহের সেই মন্তব্যকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘‘এ যেন নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে সে দেশে একজন ওবিসি নেতাকে প্রেসিডেন্ট করার প্রতিশ্রুতি দিচ্ছেন! আপনারা আমেরিকায় প্রেসিডেন্ট বা তেলঙ্গানায় মুখ্যমন্ত্রী নির্বাচনের লড়াইতেই নেই।’’ প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানা বিধানসভার ১১৯টি আসনেই এক দফায় ভোটগ্রহণ হবে। গণনা আগামী ৩ ডিসেম্বর দেশের অন্য চার রাজ্য— মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান এবং মিজ়োরামের সঙ্গে।

অন্য বিষয়গুলি:

Telangana Assembly Election 2023 Telangana BRS AIMIM Asaduddin Owaisi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy