শশিকলা নটরাজন। —ফাইল চিত্র।
দল থেকে ঝেড়ে ফেলা হতে পারে জেলবন্দি দুর্নীতিগ্রস্ত শশিকলা নটরাজনকে। মুখ্যমন্ত্রী ই পলানীস্বামী (ইপিএস) সোমবার এআইএডিএমকে-র সাধারণ পরিষদের সভা ডেকেছেন। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
এআইএডিএমকে যে এমন সিদ্ধান্ত নিতে চলেছে তা জানার পরই শশীর ভাইপো টিটিভি দিনকরণ দাবি করেন, শশিকলার সমর্থনে রয়েছেন ২২ জন বিধায়ক। তা যদি সত্যি হয়, তা হলে ২৩৪ আসনের বিধানসভাতে সংখ্যা গরিষ্ঠতা হারাবে এআইএডিএমকে। এই বিধায়কদের মধ্যে ১৯ জন গত সপ্তাহেই রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর উপরে অনাস্থাও প্রকাশ করেন। দিনকরণ এ-ও জানিয়েছেন, এ সব করার পিছনে সরকারকে উৎখাত করার কোনও উদ্দেশ্য তাঁর নেই। তিনি শুধু দলে তাঁর এবং শশিকলার পদ নিশ্চিত করতে চান।
আরও পড়ুন: উড়ে আসবেন বিচারক, ধর্ষণের সাজা আজ জেলেই
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy