জম্মু ও কাশ্মীরের জেলবন্দি সাংসদ আব্দুল রশিদ শেখ। —ফাইল ছবি।
লোকসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য জুলাই মাসে দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বিশেষ অনুমতি পেয়েছিলেন তিনি। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের জেলবন্দি সাংসদ আব্দুল রশিদ শেখ ওরফে ইঞ্জিনিয়ার রশিদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল দিল্লি হাই কোর্ট। ঘটনাচক্রে, কেন্দ্রশাসিত ওই অঞ্চলের বিধানসভা ভোটপর্ব শুরুর ঠিক আগেই।
২০১৯ সাল থেকে তিনি এনআইএ-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য করার অভিযোগ রয়েছে। সেই মামলায় মঙ্গলবার দিল্লি হাই কোর্ট আগামী ২ অক্টোবর পর্যন্ত রশিদের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে। প্রসঙ্গত, ৯০ আসনের জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হবে তিন দফায়— ১৮ সেপ্টেম্বর ২৪ আসনে, ২৫ সেপ্টেম্বর ২৬ আসনে এবং ১ অক্টোবর ৪০ আসনে। গণনা আগামী ৮ অক্টোবর।
বারামুলার নির্দল সাংসদ রশিদ ‘আওয়ামি ইত্তেহাদ পার্টি’ এ বার কাশ্মীর উপত্যকার কয়েকটি আসনে লড়াই করছে। প্রচারের সুযোগ পাওয়ার জন্য দিল্লি হাই কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। তা মঞ্জুর হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-ও রশিদের আবেদনের বিরোধিতা করেনি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অভিযোগ, গোপনে বিজেপির সঙ্গে বোঝাপড়া করেছেন তিনি। প্রসঙ্গত, এ বার লোকসভা নির্বাচনে উত্তর কাশ্মীরের বারামুলা কেন্দ্রে বিপুল ভোটে জিতে চমক দেখিয়েছেন রশিদ। নির্দল প্রার্থী হিসাবে লড়তে নেমে হারিয়ে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা তথা জম্মু ও কাশ্মীরের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy