Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Ladka Bhau Scheme

মমতার লক্ষ্মীর ভান্ডারের পথে আরও এক কদম শিন্ডের, ভোটের মহারাষ্ট্রে পুরুষের জন্য ‘লাডকা ভাউ’

মমতার ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের অনুকরণে মহিলাদের আর্থিক অনুদান কর্মসূচি, ‘লাডকি বহিনী যোজনা’ আগেই চালু করেছে শিন্ডে সরকার। ওই প্রকল্পে ৫,৫০০ টাকা অর্থসাহায্য পান মহিলারা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১৮:২৪
Share: Save:

পোশাকি নাম ‘লাডকি বহু’। আদতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের নতুন মরাঠা সংস্করণ। সে রাজ্যের ‘মহাদ্যুতি’ সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বুধবার বেকারদের আর্থিক অনুদান চালুর ঘোষণা করলেন। আগামী অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। শিন্ডেসেনা-বিজেপি-এমসিপি (অজিত) জোট সরকার এ বার ওই প্রকল্পের উপর ভর করেই ‘ভোট বৈতরণী’ পার হতে চাইছেন বলেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা।

মমতার ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের অনুকরণে মহিলাদের আর্থিক অনুদান কর্মসূচি, ‘লাডকি বহিনী যোজনা’ আগেই চালু করেছে শিন্ডে সরকার। ওই প্রকল্পে ৫,৫০০ টাকা অর্থসাহায্য পান মহিলারা। এ বার কর্মহীন যুবকেরাও একই অঙ্কের টাকা ‘ইন্টার্নশিপ’ বাবদ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে। বুধবার পান্ধারপুরে এক জনসভায় তিনি বলেন, ‘‘অনেকে প্রশ্ন করেন, আপনি লাডকি বহিনীর জন্য কাজ করেছেন, লাডকা ভাউ (প্রিয় ভাই) সম্পর্কে কী করেছেন? তাই, আমরা এখন লাডকা ভাউয়ের জন্যও নতুন কর্মসূচি চালু করছি।’’

প্রসঙ্গত, মমতার লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে গত বছর মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ‘লাডলি বহেন যোজনা’ চালু করেছিলেন। কর্নাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চালু করেছিলেন ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প। এ বার এক ধাপ এগিয়ে শিন্ডে মহারাষ্ট্রে আর্থিক সহায়তা প্রকল্পের অন্তর্ভুক্ত করলেন পুরুষদেরও। এর আগে চলতি বছর বাজেট প্রস্তাবেই মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কর্মসূচির ঘোষণা করা হয়েছিল সে রাজ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE